-->

শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

কবিতা || কবিতায় গল্প বলা মানুষ

ওয়েলফশন সত্য অনুসন্ধানী জ্ঞান অনুরাগী কল্যাণ প্রেমি দল
 ওয়েলফশন সত্যঅনুসন্ধানী জ্ঞানঅনুরাগী কল্যাণপ্রেমি দল






 একদিন মুছে যাবে সব 
উজ্জ্বল রঙ তারুণ্যের দ্যুতি,
একদিন হয়ে যাবে শব—
জীবনের গায়ে লেগে যাবে মৃত্যুর যতি।

চোখ বুজলেই দেখি;
সমূহ বিপদ, মৃত্যুর হাতছানি! 
অথচ আমি! পাথেয় হীন— 
প্রস্তুতিও নেই, যতটুকু নিজেকে জানি! 

হে অন্তর্যামী, 
মৃত্যু কালে ঈমান দিয়েন—
জবানে দিয়েন 'লা ইলাহা ইল্লাল্লাহ' বাণী। 

সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ




 বর্তমান সময়ে কবিতার প্রতি মানুষের এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গেছে। কবিতা বলতে মানুষ ভাবে; গুরুগম্ভীর শব্দ, দুর্বোধ্য কল্পচিত্র আর দূরবর্তী উপমার ব্যবহার। যার ফলে মানুষ এখন আর কবিতা পড়তে চায় না। কবিতার বই সংগ্রহ করতে আগ্রহ দেখায় না। কবিতার প্রতি যখন মানুষের এমন অনিহা ঠিক তখন সেই গুরুগম্ভীর আর দুর্বোধ্যতা থেকে বেরিয়ে এসে সহজ সাবলীল এক নতুন কবিতার ধারা তৈরি করেছেন কবি সালমান হাবীব। 

সালমান হাবীব মূলত একজন কবিতায় গল্প বলা মানুষ। যিনি তার কবিতার মতোই সহজ সাবলীল। একটি সুন্দর মৃত্যুর প্রস্তুতি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যিনি তার জীবনটাকে আনন্দ ও আনুগত্যে যাপন করার স্বপ্ন দেখেন। 
তার প্রতিটি লেখায় কোনো না কোনো চিত্রকল্প ফুটে ওঠে। যাপিত জীবনের হাসি-কান্না বিরহ-বেদনা ছাড়াও তৈরি করেছেন ইসলামী কবিতার এক নতুন ধারা। আশা করছি তিনি তার লিখনির মাধ্যমে সৃষ্টি থেকে স্রষ্টা সবখানেই সমাদৃত হবেন। 

ইতিপূর্বে প্রকাশিত কাব্যগ্রন্থ; 'অতটা দূরে নয় আকাশ' 'ভালোবাসি একটি কবিতার নাম' 'বিরামচিহ্ন' 'আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ' 'বিষাদের ধারাপাত' 'আল্লাহকে ভালোবাসি' এবং 'মন খারাপের মন ভালো নেই'। অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ আসছে তার নতুন কবিতার বই– 'আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে'।

সূত্র : আলোকিত সকাল || ১৩ সেপ্টেম্বর ২০২২ 
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ




 ইদানীং তোমাকে মনে পড়ে খুব!
এমনিতে যে মনে হয়না তা কিন্তু না 
স্বরচিত বর্ষার ঝিরিঝিরি বৃষ্টির মতো 
সারাক্ষণ মনে পড়তেই থাকে,
তবে কখনো কখনো ভাসিয়ে নেওয়া
ঝুম বৃষ্টির মতো তোমাকে মনে পড়ে! 
যে মনে পড়ায়– মনও পুড়তে থাকে 
যে মনে পড়ায়– জানান দিতে বাধ্য করে;
শোনো, তোমাকে মনে পড়ছে খুব!

কী এমন সাধনা করায়ত্ত করেছো তুমি!
কেনো এমন পুড়ে যাবার মতো করে 
মনে পড়তে থাকে তোমায়! 
কোনো ওষুধে উপশম হয় না,
কোনো দেয়ালে করা যায় না আড়াল! 
শুধু জানান দিতে ইচ্ছে করে–
যেভাবে ঝুম বৃষ্টিতে ছন্দ তুলে ভিজে যায় টিনের চাল।

#আমায়_তুমি_ফিরিয়ে_নিও_ফুরিয়ে_যাবার_আগে 
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ 
আবৃত্তি : সেলিনা জাহান আপু



 কোন লাইনগুলো আপনার সবচেয়ে বেশি পছন্দের? 

1⃣
অতটা দূরে নয় আকাশ 
যতটা দূরত্বে তোমার বসবাস।

     বই : অতটা দূরে নয় আকাশ 

2⃣
সবটুকু জানা হয়ে গেলে 
সব কথা পড়ে ফেলার পর 
পঠিত মানুষ এক পুরনো কবর। 

     বই : ভালোবাসি একটি কবিতার নাম

3⃣
আপনি দূরত্ব চাইলেন
আর আমি দূর থেকে আপনাকে চাইলাম। 

     বই : বিরামচিহ্ন

4️⃣
কাকে তুমি কতটুকু পড়ো
কতটা পড়ে কে তোমার?
মনে রেখো; সবটুকু পড়া হয়ে গেলে
কেউ প্রিয় থাকে না আর। 

     বই : আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ 

5️⃣
বহুকাল পরে দেখা হবে ফের 
সন্ধ্যা রাতের আকাশে,
তুমি হবে আধখানা চাঁদ
আমি শুকতারা হবো পাশে।

      বই : বিষাদের ধারাপাত

6️⃣
শব্দ দিয়ে কবিতা লিখা যায় 
কিন্তু প্রার্থনা লিখতে লাগে বিশুদ্ধ হৃদয়। 
হে কলমের মালিক— আমাকে শব্দ দিন 
আরও দিন কলবে আপনার পবিত্র বোধোদয়।

       বই : আল্লাহকে ভালোবাসি 

7️⃣
কবিকে কাঁটা দিলে কবি বাড়িয়ে দেন ফুলের ঘ্রাণ, 
ফুল দিলে বিপরীতে গড়ে তুলেন ফুলের বাগান,
শুধু দুঃখ দিলে ফিরিয়ে না দিয়ে তা দিয়ে কবিতা বানান,
আমার যা কিছু কবিতা; তা আপনাদের দুঃখেরই অবদান। 

       বই : মন খারাপের মন ভালো নেই 

8️⃣
মনে পড়লেই, মন পুড়তে থাকে
ডাকলে আবার ফিরবো না আর বলেও
থমকে দাঁড়াই চেনা পথের বাঁকে!
আমায় তুমি ফিরিয়ে নিয়ো ফুরিয়ে যাবার আগে। 

  বই : আমায় তুমি ফিরিয়ে নিও 
         ফুরিয়ে যাবার আগে 

বইগুলো অর্ডার করতে পারেন বুকমার্ক - Bookmark থেকে


 আমি বিশ্বাস করি; যে কোনো ভালো কাজও 
আল্লাহর তাওফিক ব্যতীত সম্ভব নয়। 
সুতরাং একটি ভালো কাজ করতে পেরেছি বলে
এ নিয়ে অহংবোধ বা গর্ব করার কিছু নেই। 

বরং এটি আল্লাহর পক্ষ থেকে 
আমার উপর একটি দয়া ও অনুগ্রহ ভেবে
তাঁর শুকরিয়া জ্ঞাপন স্বরুপ আরও বেশি
বিনয়ী ও নিমগ্ন হওয়া উচিত।

__"লা ইন শাকারতুম লা'আযিদান নাকুম"
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ 

  - এই শোনো, 
- হুম।
- আইসক্রীম খেতে ইচ্ছে করছে খুব,
  ফেরার সময় একটা আইসক্রীম নিয়ে এসো।
- আচ্ছা, রাখি তাহলে? 
- আচ্ছা। 

- এই, এই.... 
- হুম।
- শোনো না, 
-  কী? 
- একটা কথা।
- কী কথা?
- একটা কথা।
- আচ্ছা বলো, 
- এই!
- শুনছি তো,
- একটা কথা,
- কী? 
- বেলিফুলের একটা মালা আনতে পারবে?
- আচ্ছা পাগলিটা।

অতঃপর 
দু'পাশেই নিরবতা, 
কিংবা ভালোবাসার নৈঃশব্দ। 

আমি খুব করে চাই, 
দিনশেষে কর্মব্যস্ততার পর 
রাত করে ঘরে ফেরার সময়;
এমন করে কেউ একজন বায়না ধরুক। 
একটা আইসক্রীম, দুটো চকলেট 
কিংবা সুতাবন্দি ক'টা ফুলের জন্য। 

শেষ হতে চলা কলটাকে 
একটা কথা, একটা কথা বলে 
আরো ক'টা মিনিট দীর্ঘ করুক। 

আমি রাতভর হন্যে হয়ে 
সুতোয় গাথা বেলিফুল খুঁজবো।
অতঃপর ভোরের আলো ফুটে উঠার আগেই 
দরজায় কড়া নাড়ব গলতে থাকা আইসক্রীম 
আর সুতোবন্দি বেলিফুল নিয়ে। 
সে উৎকণ্ঠা ভুলে গিয়ে রাতজাগা 
ফোলা চোখের পাপড়িতে চুমু এঁকে দিয়ে বলে উঠবে;
প্রিয়, তোমার চোখ এত লাল কেনো?

সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ


  আমাকে ঘৃণা করলেও 
আমি আপনাকে ভালোবাসা বিলাবো। 
আমাকে কাঁটা দিলেও 
আমি আপনার জন্য সুগন্ধি ফুল বাড়িয়ে দেব। 
আমাকে আহত করলেও 
আমি আপনাকে আপ্যায়ন করবো। 

কারণ আমি ভাববো; 
আপনার কাছে এসবের বড় অভাব। 
তাই ভালোবাসা নেই বলেই আমাকে ঘৃণা করেছেন। 
ফুল নেই বলেই কাঁটা দিয়েছেন। 
কেউ কখনো আপ্যায়ন করেনি বলেই আঘাত করেছেন। 

আমি আপনাকে ঘৃণার বিপরীতে ভালোবাসা,
কাঁটার বিপরীতে ফুল, 
এবং আঘাতের বিপরীতে আপ্যায়ন ফিরিয়ে দেব। 
যেন আমার পরবর্তীতে কাউকে 
ঘৃণার বদলে ভালোবাসতে পারেন। 
আঘাত না করে আপ্যায়ন করতে পারেন। 
কাঁটার বদলে তাকে দিতে পারেন সুবাসিত ফুল। 

বই : মন খারাপের মন ভালো নেই
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ  



দেখেছে কাফের চোখ মরু আরবে
আমার পিপাসা জানি ফুরিবে কবে,
বেচাইন তনুমন যেতে তব ধার
চাই না কিছুই পেলে দিদার তোমার।

স্বপন দেখিনি চোখে দেখিবো তোমায়
জেগে থাকি নিশিদিন তোমার মায়ায়,
ব্যথাতুর দিল চাহে দেখার সুকুন
না পেয়ে দেখা তব বহিতেছে খুন। 

কখন ডাকবে কাছে সবুজ মিনার,
বেচাইন তনুমন যেতে তব ধার।
চাই না কিছুই পেলে দিদার তোমার।
আলাইকা ওয়া সাল্লাম ওহে সারোয়ার।। 

__সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

 একা থাকার অভ্যাস হয়ে গেলে 
মুখরিত কোলাহলেও নিরস নির্ভীকার 
থাকতে শিখে যায় মানুষ। 
তখন চারপাশের কোনোকিছুই 
আর তাকে স্পর্শ করতে পারে না। 
এমনকি বুকের ভেতর বেড়ে ওঠা দুঃখবোধও না।

যেমন একা থাকতে শিখে যাওয়া 
আকাশকে— সঙ্গ দিতে আসে
জ্যোৎস্না ধোয়া চাঁদ, প্রভাতী রবির কিরণ,
অসুখের মতো আকাশের বুকেও
জ্বলতে থাকে অজস্র নক্ষত্ররাজি!

বই : বিষাদের ধারাপাত 
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ


 নীলা বললো;
এখনো শ্বাসকষ্ট হয় রাতে?
আমি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলাম;
শূন্যে, লোকে যাকে আকাশ বলে।
তারপর বললাম; 
হয়, মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়।
তবে শ্বাসকষ্ট ছাড়াও 
এখন নতুন আরো কষ্ট হয়।

নীলা উদ্বিগ্ন হয়ে জানতে চায়; কী? 
কী কষ্ট হয় আপনার?
আমি ফোনের মাউথপিসের কাছে
মুখ নামিয়ে এনে ফিসফিস করে বলি;
'আপনাকে ছেড়ে থাকার কষ্ট।'

কবিতা : অদৃশ্য অসুখ  
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ
 
আমাকে ঘৃণা করলেও 
আমি আপনাকে ভালোবাসা বিলাবো। 
আমাকে কাঁটা দিলেও 
আমি আপনার জন্য সুগন্ধি ফুল বাড়িয়ে দেব। 
আমাকে আহত করলেও 
আমি আপনাকে আপ্যায়ন করবো। 

কারণ আমি ভাববো; 
আপনার কাছে এসবের বড় অভাব। 
তাই ভালোবাসা নেই বলেই আমাকে ঘৃণা করেছেন। 
ফুল নেই বলেই কাঁটা দিয়েছেন। 
কেউ কখনো আপ্যায়ন করেনি বলেই আঘাত করেছেন। 

আমি আপনাকে ঘৃণার বিপরীতে ভালোবাসা,
কাঁটার বিপরীতে ফুল, 
এবং আঘাতের বিপরীতে আপ্যায়ন ফিরিয়ে দেব। 
যেন আমার পরবর্তীতে কাউকে 
ঘৃণার বদলে ভালোবাসতে পারেন। 
আঘাত না করে আপ্যায়ন করতে পারেন। 
কাঁটার বদলে তাকে দিতে পারেন সুবাসিত ফুল। 

বই : মন খারাপের মন ভালো নেই
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ


 পৃথিবীতে সবচেয়ে সার্বজনীন 
বেহায়া জিনিসটির নাম হলো; মানুষের মন।

কাব্যগ্রন্থ : বিষাদের ধারাপাত 
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

 
দেখেছে কাফের চোখ মরু আরবে
আমার পিপাসা জানি ফুরিবে কবে,
বেচাইন তনুমন যেতে তব ধার
চাই না কিছুই পেলে দিদার তোমার।

স্বপন দেখিনি চোখে দেখিবো তোমায়
জেগে থাকি নিশিদিন তোমার মায়ায়,
ব্যথাতুর দিল চাহে দেখার সুকুন
না পেয়ে দেখা তব বহিতেছে খুন। 

কখন ডাকবে কাছে সবুজ মিনার,
বেচাইন তনুমন যেতে তব ধার।
চাই না কিছুই পেলে দিদার তোমার।
আলাইকা ওয়া সাল্লাম ওহে সারোয়ার।। 

__সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ



আমি বললাম; চলেই যাবে?
তবে রেখে যাও কিছু; দুটো বাক্য,
কালি ফুরিয়ে যাওয়া কলম
কিংবা প্রিয় কোন কবিতা,
আমি যার নাম দিব স্মৃতি!

তুমি আমায় 
ছাড়িয়ে নিতে নিতে বললে;
'ভালো থেকো'।

অথচ আজ 
এতকাল পরে এসে বুঝলাম;
কিছু না চাইলেই বুঝি ভালো ছিল!

তোমার-
রেখে যাওয়া শেষ উক্তি
'ভালো থেকো' কথাটিই 
আমাকে ভালো থাকতে দেয়নি।
বস্তুত 'ভালো থেকো' একটি
বিদায়কালীন অভিশাপের নাম।

কবিতা- অভিশাপ 
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

 একা থাকার অভ্যাস হয়ে গেলে 
মুখরিত কোলাহলেও নিরস নির্ভীকার 
থাকতে শিখে যায় মানুষ। 
তখন চারপাশের কোনোকিছুই 
আর তাকে স্পর্শ করতে পারে না। 
এমনকি বুকের ভেতর বেড়ে ওঠা দুঃখবোধও না।

যেমন একা থাকতে শিখে যাওয়া 
আকাশকে— সঙ্গ দিতে আসে
জ্যোৎস্না ধোয়া চাঁদ, প্রভাতী রবির কিরণ,
অসুখের মতো আকাশের বুকেও
জ্বলতে থাকে অজস্র নক্ষত্ররাজি!

বই : বিষাদের ধারাপাত 
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ


 আমি জানি জীবন খুব ছোট হলেও 
এটি একটি দুর্গম পথ। পায়ের নিচে সরু সাঁকো।
ধরবার জন্য হাত কিংবা হাতলও নেই। 
হাতল ভেবে কোথাও হাত রাখলে
ভেল্কিবাজির মতো ভ্যানিশ হবে সেও।
পিছলে গেলেই পড়ে যাব। হাত ভাঙবে। 
পা ভাঙবে। রক্তক্ষরণ হবে মস্তিষ্কের।
 
ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকা সম্পর্কের গায়েও 
বাসা বাঁধবে অদৃশ্য ঘুণপোকা। ক্ষয় হবে। 
ক্ষয়ে যাবে। পড়ে গিয়ে ফের উঠে দাঁড়াতে 
হবে নিজেকেই। আমি তাই নিজের সীমাবদ্ধতা
সামনে এনে সাহায্য প্রার্থনা করি অসীম সত্ত্বার।
পথ চলতে চলতে আমি যেন পৌছে যেতে পারি
সেই পথে; যে পথ আলোকিত, যে পথ সততার।

__ইহদিনাছ্ সিরা'তাল্ মুসতাকী'ম
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

 নীলা বললো;
এখনো শ্বাসকষ্ট হয় রাতে?
আমি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলাম;
শূন্যে, লোকে যাকে আকাশ বলে।
তারপর বললাম; 
হয়, মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়।
তবে শ্বাসকষ্ট ছাড়াও 
এখন নতুন আরো কষ্ট হয়।

নীলা উদ্বিগ্ন হয়ে জানতে চায়; কী? 
কী কষ্ট হয় আপনার?
আমি ফোনের মাউথপিসের কাছে
মুখ নামিয়ে এনে ফিসফিস করে বলি;
'আপনাকে ছেড়ে থাকার কষ্ট।'

কবিতা : অদৃশ্য অসুখ  
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ



এই শহরে বৃষ্টি এলো বলে—
মিললো খানিক অবাক হবার দেখা!

যেথায় তুমি উঠছো দারুণ মেতে
উচ্ছ্বসিত জলের আবেশ পেতে,
সেথায় তোমার মনের অন্তরালে 
সঙ্গীহারা একটা শালিক পাখি;
জলের ভেতর জল লুকিয়ে 
ভিজলো— একা একা! 

আমি তো সেই শালিক পাখির চোখ,
উপচে পড়া ব্যথার নদী, ভাঙছে জলের বুক।
থামাও তোমার জলের নাচন, তাকাও এবার এদিক
প্রেম দরিয়ায় ডুবছে তরী, হারিয়ে গেছে নাবিক! 

কবিতা : আমি তো সেই শালিক পাখির চোখ
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ



 বিন্দু বিন্দু করে মৌমাছির চাকে 
জমানো মধুর মতো অভিমান হচ্ছে
হৃদয়ের প্রকোষ্ঠে জমা হওয়া 
অতি স্পর্শকাতর এক মধুময় অনুভূতির নাম।
 
সব ফুলে যেমন মধু থাকে না 
তেমনি সব মানুষের জন্যও অভিমানের 
মতো এমন গভীর অনুভূতির জন্ম হয় না। 
যাদের উপর অভিমান জমে তারা অন্যরকম,
তারা অন্য দশজনের চেয়ে আলাদা। 
এমন মানুষকে আমরা আপন মানুষ বলি। 

কিন্তু আপন ভাবা সেই মানুষটির উপর 
অভিমান করে যখন মুখে বলে দিতে হয়;
'আমি আপনার উপর অভিমান করে আছি'।
এরচেয়ে অস্বস্তিকর ব্যাপার আর দ্বিতীয়টি নেই।

মুখ ফুটে বলা ব্যতীত  
যে মানুষ অভিমানের কারণ বোঝে না 
সে আপন হবার যোগ্যই না।

কবিতা : অভিমান

সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ 







আমাকে একটু কথা পাঠাবেন?
আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে। 

'ভালোবাসি' পাঠাতে হবে না।
ভালো তো বাসেনই না। 
সেটা আমি জানি। টের পাই।

ভালো যে বাসেন না, সেটাই বলে পাঠান।
আমাকে অপছন্দ আপনার, এইটুকু বলে পাঠান। 
তবুও একটু কথা পাঠান, প্লিজ! 
আমার না আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে।
খুউব মানে খুউব! 'বিষম ভীষণ' এর মতোন!

সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ 



Welftion Love Of Welfare 

ওয়েলফশন কল্যাণঅনুরাগী সত্য অনুসন্ধানী জ্ঞান অনুরাগী।















WELFTION Love Of Welfare. 

 🔍 #WELFTION / وعلفشن# / #ওয়েলফশন

 ওয়েলফশন কল্যাণঅনুরাগী সত্য অনুসন্ধানী। 

 ওয়েলফশন স্বদিচ্ছা সংঘ 

 কল্যাণময়/ শিক্ষনীয়/সত্য/ভালো/উপকারী/ কল্যাণমুলক বিষয়ে আমাদের #Hashtag #WELFTION #وعلفشن #ওয়েলফশন #হ্যাস_ট্যাগ গুলো ব্যাবহার করুন। "আল্লাহ্ আমাদের ভালো করুন" #কল্যাণঅনুরাগী #কল্যাণের_ভালোবাসা #কল্যান_প্রেম خير# مذكرة# Welftion Love Of Welfare Welftion info Welftion Welfare Welftion Human ওয়েলফশন কল্যাণ ওয়েলফশন মানব কল্যাণ সংঘ 

 " May Allah Bless Us" 

 Welftion org

 welftion xyz 

Welftion com 

Welftion is Love Of Welfare. 

Welfare + Association = Welftion কল্যাণঅনুরাগী 

Click Now : https://www.google.com/search?q=Welftion+info Click : https://www.google.com/search?q=Welftion+ওয়েলফশন+وعلفشن ""এসো মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য সততা ও ন্যায় নিষ্ঠার সাথে মানবতার কল্যাণে কাজ করি, সুন্দর সমাজ গড়ি"" Promote By, 🔍 ☮️#Al_Towfiqi_Family / #আল_তৌফিকী_পরিবার / عائلة_التوفيقي# 🌐 https://welftioninfoshareplus.blogspot.com/ একটা সাইট যেখানে শুধু মাত্র উপকারী ভালো বিষয় গুলোই থাকবে। কল্যাণময়/ ভালো/উপকারী/ কল্যাণমুলক বিষয়ে আমাদের #Hashtag #হ্যাস_ট্যাগ #WELFTION #وعلفشن #ওয়েলফশন গুলো ব্যাবহার করুন। আপনার যে কোনো পরিকল্পনা বা কথা আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট এর মাধ্যমে আপনার নাম ঠিকানা গোপন রেখে। আপনার সৃজনশীলতা আপনার দক্ষতা শেয়ার করুন। বাংলা,ইংরেজি, বিজ্ঞান, গণিত, আরবি কবিতা, গল্প, উপন্যাস, ছন্দ, মেসেজ ধাঁধা কিংবা আপনারা যা ইচ্ছে। তবে তা যেন ক্ষতিকর কিছু না হয়। আমাদের নীতিমালা যেন লঙ্ঘন না হয় তা অবশ্যই খেয়াল রাখবেন। অপেক্ষা না করে এখনি লিখে কমেন্ট করুন আপনার কথা। WELFTION LINKS: W - https://wa.me/message/MNXLLDBZFXHVJ1 🛡️ https://wa.me/8801518383566 E - https://encyclopedia.fandom.com/bn/wiki/Welftion_Love_Of_Welfare / https://welftion-human-welfare-association.fandom.com/wiki/Special:MobileVisualEditor?page=Welftion_Human_Welfare_Association_Wiki&section=1 L - https://www.linkedin.com/showcase/welftion-human-welfare-association-welftion-office/ F - https://www.facebook.com/groups/WELFTION/?ref=share_group_link T - https://twitter.com/welftion I - https://www.instagram.com/welftion/?hl=en O - https://opensourceconnections.com/?s=Welftion N - https://www.notion.so/0bd34c8c55d84983942970e6d30aed12?v=dc9c6306e99e459e8bca7efefd1f75a1 WELFTION SITE LOGO ↑↑ Note : Mohammad Towfiq Hossain Al Towfiqi.jpeg Welftion_Love_Of_Welfare.png ওয়েলফশন সত্য ও কল্যাণ অনুসন্ধানী দল। Welftion True and welfare investigations Team. "এসো রবের সন্তুষ্টি অর্জনের জন্য জ্ঞান অর্জন করি, সততা ও ন্যায় নিষ্ঠার সাথে মানবতার কল্যাণে কাজ করি,সুন্দর সমাজ গড়ি " ~ #Welftion || #وعلفشن || #ওয়েলফশন Welftion Love Of Welfare Promote By, #Al_Towfiqi_Family / #আল_তৌফিকী_পরিবার / #عائلة_التوفيقي / eayilat altawfiqi

Tags :

bm

WelftionWelfareNewsUpdate

Seo Construction

I like to make cool and creative designs. My design stash is always full of refreshing ideas. Feel free to take a look around my Vcard.

  • WelftionWelfareNewsUpdate
  • February 04
  • 145/7 Welftion Office Road,Welftion City,Muslim kingdom
  • contact@welftion.com
  • +8809638608760

একটি মন্তব্য পোস্ট করুন

ওয়েলফশন মানবকল্যাণ সংঘ যা বিশ্বের কল্যাণকামী মানুষের সম্মিলিত সংগঠন।
যার লক্ষ্য কল্যাণকামীদের একত্রিত করা,শিক্ষা অনুরাগী, কল্যাণ অনুরাগী, জ্ঞান অনুরাগী এবং কল্যাণের জন্য একতাবদ্ধ হতে আকাঙ্ক্ষীদের নিয়ে সততা ও ন্যায়নিষ্ঠার সাথে একতাবদ্ধ হয়ে মানবতার কল্যাণে কাজ করে, সুন্দর সমাজ গড়া। শিক্ষা সচেতনতার প্রচার করা। বিশ্বে শিক্ষা, সততা ও কল্যাণের প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো ওয়েলফশনের প্রধান লক্ষ ।
Welfare,Education,Lead,Friend,Truth,Indagator,Organization,Necessary
WELFTION