Welftion City of the document
ওয়েলফশন মানবকল্যাণ সংঘ যা বিশ্বের কল্যাণকামী মানুষের সম্মিলিত সংগঠন।
যার লক্ষ্য কল্যাণকামীদের একত্রিত করা,শিক্ষা অনুরাগী, কল্যাণ অনুরাগী, জ্ঞান অনুরাগী এবং কল্যাণের জন্য একতাবদ্ধ হতে আকাঙ্ক্ষীদের নিয়ে সততা ও ন্যায়নিষ্ঠার সাথে একতাবদ্ধ হয়ে মানবতার কল্যাণে কাজ করে, সুন্দর সমাজ গড়া। শিক্ষা সচেতনতার প্রচার করা। বিশ্বে শিক্ষা, সততা ও কল্যাণের প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো ওয়েলফশনের প্রধান লক্ষ ।
Welfare,Education,Lead,Friend,Truth,Indagator,Organization,Necessary
WELFTIO
Tags :
WelftionWelfareNewsUpdate
Seo Construction
I like to make cool and creative designs. My design stash is always full of refreshing ideas. Feel free to take a look around my Vcard.
ওয়েলফশন মানবকল্যাণ সংঘ যা বিশ্বের কল্যাণকামী মানুষের সম্মিলিত সংগঠন। যার লক্ষ্য কল্যাণকামীদের একত্রিত করা,শিক্ষা অনুরাগী, কল্যাণ অনুরাগী, জ্ঞান অনুরাগী এবং কল্যাণের জন্য একতাবদ্ধ হতে আকাঙ্ক্ষীদের নিয়ে সততা ও ন্যায়নিষ্ঠার সাথে একতাবদ্ধ হয়ে মানবতার কল্যাণে কাজ করে, সুন্দর সমাজ গড়া। শিক্ষা সচেতনতার প্রচার করা। বিশ্বে শিক্ষা, সততা ও কল্যাণের প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো ওয়েলফশনের প্রধান লক্ষ । Welfare,Education,Lead,Friend,Truth,Indagator,Organization,Necessary WELFTION
. সততা দ্বারা পরিচালিত ভালো উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একতাদ্বারা বেষ্টিত সংগঠন সাফল্য অর্জনে সচেষ্ট জাতির কল্যাণে তারাই স্রেষ্ঠ। ~ মোহাম্মাদ তৌফিক হোসাইন আল তৌফিকী
সংগঠন একটি সামাজিক প্রক্রিয়া। যেখানে একদল মানুষ একটি সাংগাঠনিক কাঠামোর অন্তভুক্ত হয়ে নিদিষ্ট কিছু লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বদা নিরন্তর। ওয়েলফশন - মানবকল্যাণ সংঘ এর ব্যাতিক্রম নয়। ওয়েলফশন একটি মানবসেবা ও মানব উন্নয়ন মূলক সামাজিক সংগঠন । যেখানে বিশ্বের কল্যাণ কামী দল & ব্যক্তি একত্রিত হয়ে। স্ব স্ব এলাকার শিক্ষা সচেতনতা, বেকারত্ব দূরীকরণ, আর্থ-সামাজিক উন্নয়ন,ক্রিয়া, সাংস্কৃতিক পরিবেশ, আত্ম-কর্মসংস্থান, মানবাধিকার এবং সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠাসহ পারষ্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের সেতু স্থাপন তথা আদর্শ সমাজ জীবন গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে সামাজিক, উন্নয়নশীল ও উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সততা ও কল্যাণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে "এসো মানবতার কল্যাণে কাজ করি সুন্দর সমাজ গড়ি" এই স্লোগানে ৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে এই সংগঠন টি আত্মপ্রকাশ করে। যা মানুষ ও মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ।
আপনিও যদি হাতে হাত রেখে, কাধে কাধ মিলিয়ে মানবসেবা ও মানব উন্নয়ন মূলক সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করেতে চান যোগ দিন আমাদের সাথে, যোগ দিন ওয়েলফশন~মানবকল্যাণ সংঘে।
অনুপ্রেরণা হাদীস : মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার ১০০ প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন।’ (মুসলিম, হাদিস : ২৫৬৬)।
রাসূল (সা.) বলেছেন, মানুষের কল্যাণ-সংশ্লিষ্ট যত কাজ আছে, তার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সর্বোত্তম হচ্ছে দরিদ্র ও ক্ষুধার্তকে খাবার দান করা। (বুখারি, হাদিস : ১২) • রাসূল (সা.) আরও বলেছেন, ‘কোনো বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যরত থাকে, আল্লাহ তায়ালাও ততোক্ষণ তাকে সাহায্য করতে থাকেন।’ (তিরমিজি) • আল্লাহতায়ালা কোরআনুল কারিমে এরশাদ করেন, ‘মুমিনরা পরস্পর ভাই ভাই।’ (সূরা হুজরাত, আয়াত : ১০) • মহান আল্লাহ আরও ইরশাদ করেন, ‘ইমানদার পুরুষ ও ইমানদার নারী একে অপরের সহায়ক।’ (সূরা তওবা, আয়াত: ৭১)। • হাদিসে রাসূল (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন, যে তার বান্দাদের প্রতি দয়া করে।’ (বোখারি, হাদিস : ১৭৩২)।
অনুপ্রেরণা & উক্তি :
১. সংগঠিত হওয়া হলো আত্ম মর্যাদা এর একটি চিহ্ন মাত্র। — গ্যাব্রিয়েলে বার্নাস্টেইন
২. সংগঠিত করার প্রত্যেক মিনিটের জন্যই এক ঘণ্টা করে যুক্ত হয়। — বেঞ্জামিন ফ্রাংকলিন
স্লোগান স্লোগান : "এসো মানবতার কল্যাণে কাজ করি, সুন্দর সমাজ গড়ি"
নীতিবাক্য : ✰সততায় আমরা ✰কল্যাণে আমরা ✰ওয়েলফশনার আমরা ✰শান্তিতে আমরা
লক্ষ্য ও উদ্দেশ্য : এই সংগঠনের মুল লক্ষ ও উদ্দেশ্য হল বিশ্বের কল্যাণ কামী দল & ব্যক্তিদের একত্রিত করে। সততা ও কল্যাণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা। তথা স্ব স্ব এলাকায় শিক্ষা সচেতনতা, বেকারত্ব দূরীকরণ, আর্থ-সামাজিক উন্নয়ন, ক্রিয়া , সাংস্কৃতিক পরিবেশ, আত্ম-কর্মসংস্থান, মানবাধিকার এবং সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠাসহ পারষ্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের সেতু স্থাপন । বিভিন্ন কর্মসূচি গ্রহনের মাধ্যমে তা বাস্তবায়ন করা। মানবকল্যাণে অংশগ্রহণ ও কল্যাণমূলক কার্যকলাপে সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ ও সকল কল্যাণ কামী দল এবং সৎ ও নিষ্ঠাবান ব্যাক্তিদের একত্রিত করে সার্বিক ভাবে কল্যাণ সাধিত করা।
ইতিহাস : মুহাম্মদ তৌফিক হোসাইন আল তৌফিকী ২০১২ সালে রাসূল ﷺ এর জীবনীতে হিলফ উল ফুজুল বা হলফ-উল-ফুযুল (আরবি: حلف الفضول) সংগঠনের ইতিহাস পড়ে ওয়েলফশন শান্তি সংঘ বা কল্যাণমূলক সংগঠন গঠনের অনুপ্রেরণা তৈরী হয়। সমাজের মানুষের মধ্যে একতা তৈরির জন্য, পীড়িতদের সাহায্যদান, দুস্থদের আশ্রয়দান ও অসহায়দের সহায়তা, শিক্ষা, উন্নতি এবং কল্যাণকামী মানুষ তৈরির লক্ষ্যে ওয়েলফশন মানবকল্যাণ সংঘ প্রতিষ্ঠার চিন্তা কে সামনে রেখে তিনি ২০১২ সাল থেকে অনুসন্ধান,গবেষণা, জরিপ,পরিক্ষা নিরীক্ষা, প্রয়োজনীয়তার উপর বৃত্তি করে উইকিপিডিয়া, ইন্টারনেট, ইউনেস্কো গঠন তন্ত্র, ব্যাক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সহায়তায় ওয়েলফশন গঠন তন্ত্র লিখার কাজ শুরু করেন ২০১৮ সালে। তিনি ২০১৯ সালে উনার বন্ধুবান্ধব,সহপাঠী, সমাজের গণ্যমাণ্য মানুষদেরনিয়ে আলোচনা প্রস্তাবনার মাধ্যমে একদল মানুষকে একটি সাংগাঠনিক কাঠামোর অন্তভুক্ত করে। নিদিষ্ট কিছু লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে কল্যাণ কামী দল & ব্যক্তিদের একত্রিত করেন। স্ব স্ব এলাকার শিক্ষা সচেতনতা, বেকারত্ব দূরীকরণ, আর্থ-সামাজিক উন্নয়ন,ক্রিয়া, সাংস্কৃতিক পরিবেশ, আত্ম-কর্মসংস্থান, মানবাধিকার এবং সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠাসহ পারষ্পরিক সহযোগিতা, সহমর্মিতা, ভ্রাতৃত্বের সেতু স্থাপন তথা আদর্শ সমাজ ও জীবন গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে সামাজিক, উন্নয়নশীল ও উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েলফশন মানবকল্যাণ সংঘ সততা ও কল্যাণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে "এসো মানবতার কল্যাণে কাজ করি সুন্দর সমাজ গড়ি" এই স্লোগানে ৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে সংগঠন টি প্রতিষ্ঠিত করেন।
সংগঠনের নাম এই সংগঠনের নাম “ওয়েলফশন কল্যাণ সংঘ” (EN- Welftion Welfare Association) ডাক নাম : 'ওয়েলফশন মানবকল্যাণ সংঘ' (EN- Welftion Human Welfare Association) অন্য নাম : " ওয়েলফশন শান্তি সংঘ" ( Welftion Quiets Association )
স্লোগান স্লোগান : "এসো মানবতার কল্যাণে কাজ করি, সুন্দর সমাজ গড়ি"
বিশেষ বার্তা : •মনে রাখতে হবে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা এবং একতাই বল। • সত্য যাই হউক আমরা সবাই তা মেনে নিতে বাধ্য। দান & সহায়তা বার্তা : আপনি আপনার পছন্দ অনুযায়ী অনুদান বা সাহায্য সহযোগিতা করে অবদান রাখতে পারেন। তবে, আমরা সাধারণত আপনাকে সর্বনিম্ন 7,000/- টাকা অথবা এর সমতুল্য পরিমাণ অর্থ সম্পদ দান করতে উৎসাহিত করি। "দান করা সব সময় দান নেওয়ার থেকে উত্তম কাজ"
"এসো সততা ও ন্যায় নিষ্ঠার সাথে মানবতার কল্যাণে কাজ করি, সুন্দর সমাজ গড়ি"
মনোগ্রাম : মনোগ্রামের ব্যাক গ্রাউন্ড আকাশী বা সাদা। যা গভীর ভালোবাসা শান্তি ও কল্যাণ কে বুঝানো হয়েছে। মনোগ্রামটিতে মাঝখানে গাঁড় লাল রং বা ওয়েলফশন রং এ ইংরেজি অক্ষর (QWFT) দেখাবে যার আকৃতি হবে ইংরেজি অক্ষর Q এর মত । উপরোক্ত সবকিছুকে দুটি নিম পাতার ছড়া দিয়ে আর্বিত দেখানো হবে। যা সমাধান,কল্যাণ ও শান্তির প্রতিক হিসাবে দেখানো হয়েছে। নিচের অংশে আরবিতে "وعلفشن" লিখা থাকবে। মনোগ্রামের রং হবে কালো, লাল, সাদা, সবুজ এবং আকাশি নীল বা বেগুনি। উপরে খেজুর গাছ থাকবে। যা শান্তি ও ঐক্যের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। وعلفشن লিখার নিচে (৩)তিনটা স্টার (তারকা) চিহ্ন থাকবে। যা তিনটা মূলনীতি কে বুঝানো হয়েছে। মনোগ্রামটি সাদা বৃত্তের উপর নিচের দিকে সংগঠনের নাম লিখতে হবে। নিচের অংশে ওয়েলফশন মানবকল্যাণ সংঘ দুই পাশে দুইটি করে (৪) চারটি তারকা (স্টার) চিহ্ন থাকবে। উপরের অংশে ইংরেজিতে "Welftion Human Welfare Association" লেখা থাকবে। মোট ৭টা তারকা (স্টার) চিহ্ন সংগঠনটির (৭) সাতটি মূলনীতি কে বুঝানো হয়েছে। ওয়েলফশনের সাথে সম্পৃক্ত সংগঠন ও কল্যাণ কামী দল লগো টা ঠিক রেখে লক্ষ উদ্দেশ্যর সাথে মিল রেখে মনোগ্রাম তৈরি করবে। তারকা ( স্টার) গুলো পথ নির্দেশক হিসেবে ব্যাবহার করা হয়েছে।
অনুপ্রেরণা হাদীস : মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার ১০০ প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন।’ (মুসলিম, হাদিস : ২৫৬৬)।
রাসূল (সা.) বলেছেন, মানুষের কল্যাণ-সংশ্লিষ্ট যত কাজ আছে, তার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সর্বোত্তম হচ্ছে দরিদ্র ও ক্ষুধার্তকে খাবার দান করা। (বুখারি, হাদিস : ১২) • রাসূল (সা.) আরও বলেছেন, ‘কোনো বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যরত থাকে, আল্লাহ তায়ালাও ততোক্ষণ তাকে সাহায্য করতে থাকেন।’ (তিরমিজি) • আল্লাহতায়ালা কোরআনুল কারিমে এরশাদ করেন, ‘মুমিনরা পরস্পর ভাই ভাই।’ (সূরা হুজরাত, আয়াত : ১০) • মহান আল্লাহ আরও ইরশাদ করেন, ‘ইমানদার পুরুষ ও ইমানদার নারী একে অপরের সহায়ক।’ (সূরা তওবা, আয়াত: ৭১)। • হাদিসে রাসূল (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন, যে তার বান্দাদের প্রতি দয়া করে।’ (বোখারি, হাদিস : ১৭৩২)।
অনুপ্রেরণা & উক্তি :
১. সংগঠিত হওয়া হলো আত্ম মর্যাদা এর একটি চিহ্ন মাত্র। — গ্যাব্রিয়েলে বার্নাস্টেইন
২. সংগঠিত করার প্রত্যেক মিনিটের জন্যই এক ঘণ্টা করে যুক্ত হয়। — বেঞ্জামিন ফ্রাংকলিন
৩. সংগঠনের মাধ্যমেই ক্ষমতা চলে আসে। — লিন্ডা পিটারসন
৪. একটি সংগঠনের প্রাপ্তি হলো সংগঠনটির প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টার যোগফল। — ভিনসে লমবার্ডি
৫. একটি ভালো সংগঠন লক্ষ্যের পথে রাস্তা ছোট করে দেয়। — অরিসন সোয়েট মারডিউ ৬. সঠিক আদেশই হলো সংগঠনের মূল উদ্দেশ্য এবং সাফল্য। — এডমন্ড বুর্ডে ৭. সততা দ্বারা পরিচালিত ভালো উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একতাদ্বারা বেষ্টিত সংগঠন সাফল্য অর্জনে সচেষ্ট জাতির কল্যাণে তারাই স্রেষ্ঠ। ~ মোহাম্মাদ তৌফিক হোসাইন আল তৌফিকী ৮. একটি সংগঠন যেখানে একটি সাধারণ উদ্দেশ্য নিয়ে সবাই কাজ করে সেখানেই সাফল্য নিহিত। — আর্থার হেল্পস ৯• সংগঠিত হওয়ার মূল উপাদান হলো নিজেকে নিয়ন্ত্রণে রাখা।
১০. মানবতার প্রধান শিক্ষা এটাই যে দানের মাধ্যমে মানুষ কখনোই ফকির হয়ে যায় না। — আন্না ফ্রাংক
১১. জীবনের মূল মানেটা হলো নিজের সব কিছু দিয়ে মানবতার সেবা করা। — লিও টলস্টয় ১২. আপনার কখনোই মানবতার উপর থেকে বিশ্বাস হারানো উচিত নয়। কারণ পুরো মানবজাতি হলো এক সমুদ্রের মতো এখানে দু এক ফোটা নোংরা থাকলে কিন্তু পুরো সাগরটা দূষিত হয় না। — মহাত্মা গান্ধী ১৩. মানবতার পরিবেশনকারী হাতগুলি ঈশ্বরের কাছে প্রার্থনা করা ঠোঁটের মতো ধন্য। – বেনামে
১৪. মানবতার চেয়ে বড় কোনও মানুষ নয়। – থিওডোর পার্কার
১৫.মানুষ প্রতিটি ঘরে জন্মগ্রহণ করে, তবে মানবতা জন্ম নেয় মাত্র কয়েকটি ঘরে। – অজানা ১৬. নিজে মানবতার কল্যাণ করতে যদি সক্ষম নাও হও, মানবতার ক্ষতি না করে কল্যাণকামীদের সাহায্য কর। - তৌফিক সুলতান আল তৌফিকী ১৭. তুমার রোষানলে কোনো কল্যাণকামীর ক্ষতি করো না। তবে তোমার রোষানল তুমার জন্য কাল হয়ে দাড়াতে খুব বেশি সময় নিবে না। ~ মোহাম্মাদ তৌফিক হোসাইন ১৮. আপনি যেখানে আছেন সেখান থেকেই, আপনার যা আছে তা দিয়ে, আপনি যা পারেন তাই করুন । – থিওডোর রোজভেল্ট ১৯. অন্যকে সাহায্য করা কোনো কাজ নয়; এটি একটি অন্যতম সেরা উপহার। ” – লিয়া কেবেদে ২০. আমি এমন কিছু করতে পারি যা আপনি পারেন না, আবার আপনিও এমন অনেক কিছু করতে পারেন যা আমি কখনো করতে পারব না। তবে একসাথে মিলে আমরা চাইলে অসাধারণ কিছু করে ফেলতে পারি।
ওয়েলফশন বার্তা : সততাই সর্বোৎকৃষ্ট পন্থা • একতাই বল' • সত্য যাই হউক আমরা সবাই তা মেনে নিতে বাধ্য।
প্রশ্ন & উত্তর ওয়েলফশন কাকে বলে? সংজ্ঞা : ভালো কাজের উদ্দেশ্য দুই বা অধিক মানুষ অথবা একাধিক দল যখন একত্রিত হয়ে কল্যাণমুলক কাজ সম্পন্ন করে তাকে ওয়েলফশন বলে। ওয়েলফশননার কাকে বলে?
সংজ্ঞা : যারা কল্যাণমুলক কাজ করে তাদের কে ওয়েলফশনার বলে। অর্থাৎ কলাণকামী অনুসন্ধানী ব্যাক্তি। যারা কখনো সত্য পরিত্যাগ করা পছন্দ করে না বরং সত্য গ্রহণে অধিক আগ্রহী। আলোকিত চিন্তার অধিকারী।
ওয়েলফশন মানবকল্যাণ সংঘ যা বিশ্বের কল্যাণকামী মানুষের সম্মিলিত সংগঠন। যার লক্ষ্য কল্যাণকামীদের একত্রিত করা,শিক্ষা অনুরাগী, কল্যাণ অনুরাগী, জ্ঞান অনুরাগী এবং কল্যাণের জন্য একতাবদ্ধ হতে আকাঙ্ক্ষীদের নিয়ে সততা ও ন্যায়নিষ্ঠার সাথে একতাবদ্ধ হয়ে মানবতার কল্যাণে কাজ করে, সুন্দর সমাজ গড়া। শিক্ষা সচেতনতার প্রচার করা। বিশ্বে শিক্ষা, সততা ও কল্যাণের প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো ওয়েলফশনের প্রধান লক্ষ । Welfare,Education,Lead,Friend,Truth,Indagator,Organization,Necessary WELFTION
ওয়েলফশন মানবকল্যাণ সংঘ যা বিশ্বের কল্যাণকামী মানুষের সম্মিলিত সংগঠন।
উত্তরমুছুনযার লক্ষ্য কল্যাণকামীদের একত্রিত করা,শিক্ষা অনুরাগী, কল্যাণ অনুরাগী, জ্ঞান অনুরাগী এবং কল্যাণের জন্য একতাবদ্ধ হতে আকাঙ্ক্ষীদের নিয়ে সততা ও ন্যায়নিষ্ঠার সাথে একতাবদ্ধ হয়ে মানবতার কল্যাণে কাজ করে, সুন্দর সমাজ গড়া। শিক্ষা সচেতনতার প্রচার করা। বিশ্বে শিক্ষা, সততা ও কল্যাণের প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো ওয়েলফশনের প্রধান লক্ষ ।
Welfare,Education,Lead,Friend,Truth,Indagator,Organization,Necessary
WELFTION
. সততা দ্বারা পরিচালিত ভালো উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একতাদ্বারা বেষ্টিত সংগঠন সাফল্য অর্জনে সচেষ্ট জাতির কল্যাণে তারাই স্রেষ্ঠ।
উত্তরমুছুন~ মোহাম্মাদ তৌফিক হোসাইন আল তৌফিকী
https://welftioninfoshareplus.blogspot.com/
উত্তরমুছুনসংগঠন একটি সামাজিক প্রক্রিয়া। যেখানে একদল মানুষ একটি সাংগাঠনিক কাঠামোর অন্তভুক্ত হয়ে নিদিষ্ট কিছু লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বদা নিরন্তর। ওয়েলফশন - মানবকল্যাণ সংঘ এর ব্যাতিক্রম নয়। ওয়েলফশন একটি মানবসেবা ও মানব উন্নয়ন মূলক সামাজিক সংগঠন । যেখানে বিশ্বের কল্যাণ কামী দল & ব্যক্তি একত্রিত হয়ে। স্ব স্ব এলাকার শিক্ষা সচেতনতা, বেকারত্ব দূরীকরণ, আর্থ-সামাজিক উন্নয়ন,ক্রিয়া, সাংস্কৃতিক পরিবেশ, আত্ম-কর্মসংস্থান, মানবাধিকার এবং সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠাসহ পারষ্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের সেতু স্থাপন তথা আদর্শ সমাজ জীবন গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে সামাজিক, উন্নয়নশীল ও উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সততা ও কল্যাণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে "এসো মানবতার কল্যাণে কাজ করি সুন্দর সমাজ গড়ি" এই স্লোগানে ৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে এই সংগঠন টি আত্মপ্রকাশ করে।
যা মানুষ ও মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ।
আপনিও যদি হাতে হাত রেখে, কাধে কাধ মিলিয়ে মানবসেবা ও মানব উন্নয়ন মূলক সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করেতে চান যোগ দিন আমাদের সাথে, যোগ দিন ওয়েলফশন~মানবকল্যাণ সংঘে।
অনুপ্রেরণা হাদীস :
উত্তরমুছুনমহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার ১০০ প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন।’ (মুসলিম, হাদিস : ২৫৬৬)।
রাসূল (সা.) বলেছেন, মানুষের কল্যাণ-সংশ্লিষ্ট যত কাজ আছে, তার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সর্বোত্তম হচ্ছে দরিদ্র ও ক্ষুধার্তকে খাবার দান করা। (বুখারি, হাদিস : ১২)
• রাসূল (সা.) আরও বলেছেন, ‘কোনো বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যরত থাকে, আল্লাহ তায়ালাও ততোক্ষণ তাকে সাহায্য করতে থাকেন।’ (তিরমিজি)
• আল্লাহতায়ালা কোরআনুল কারিমে এরশাদ করেন, ‘মুমিনরা পরস্পর ভাই ভাই।’ (সূরা হুজরাত, আয়াত : ১০)
• মহান আল্লাহ আরও ইরশাদ করেন, ‘ইমানদার পুরুষ ও ইমানদার নারী একে অপরের সহায়ক।’ (সূরা তওবা, আয়াত: ৭১)।
• হাদিসে রাসূল (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন, যে তার বান্দাদের প্রতি দয়া করে।’ (বোখারি, হাদিস : ১৭৩২)।
অনুপ্রেরণা & উক্তি :
১. সংগঠিত হওয়া হলো আত্ম মর্যাদা এর একটি চিহ্ন মাত্র।
— গ্যাব্রিয়েলে বার্নাস্টেইন
২. সংগঠিত করার প্রত্যেক মিনিটের জন্যই এক ঘণ্টা করে যুক্ত হয়।
— বেঞ্জামিন ফ্রাংকলিন
স্লোগান
উত্তরমুছুনস্লোগান : "এসো মানবতার কল্যাণে কাজ করি, সুন্দর সমাজ গড়ি"
নীতিবাক্য : ✰সততায় আমরা ✰কল্যাণে আমরা ✰ওয়েলফশনার আমরা ✰শান্তিতে আমরা
লক্ষ্য ও উদ্দেশ্য :
এই সংগঠনের মুল লক্ষ ও উদ্দেশ্য হল বিশ্বের কল্যাণ কামী দল & ব্যক্তিদের একত্রিত করে। সততা ও কল্যাণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা। তথা স্ব স্ব এলাকায় শিক্ষা সচেতনতা, বেকারত্ব দূরীকরণ, আর্থ-সামাজিক উন্নয়ন, ক্রিয়া , সাংস্কৃতিক পরিবেশ, আত্ম-কর্মসংস্থান, মানবাধিকার এবং সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠাসহ পারষ্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের সেতু স্থাপন । বিভিন্ন কর্মসূচি গ্রহনের মাধ্যমে তা বাস্তবায়ন করা। মানবকল্যাণে অংশগ্রহণ ও কল্যাণমূলক কার্যকলাপে সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ ও সকল কল্যাণ কামী দল এবং সৎ ও নিষ্ঠাবান ব্যাক্তিদের একত্রিত করে সার্বিক ভাবে কল্যাণ সাধিত করা।
ইতিহাস :
উত্তরমুছুনমুহাম্মদ তৌফিক হোসাইন আল তৌফিকী ২০১২ সালে রাসূল ﷺ এর জীবনীতে হিলফ উল ফুজুল বা হলফ-উল-ফুযুল (আরবি: حلف الفضول) সংগঠনের ইতিহাস পড়ে
ওয়েলফশন শান্তি সংঘ বা কল্যাণমূলক সংগঠন গঠনের অনুপ্রেরণা তৈরী হয়। সমাজের মানুষের মধ্যে একতা তৈরির জন্য, পীড়িতদের সাহায্যদান, দুস্থদের আশ্রয়দান ও অসহায়দের সহায়তা, শিক্ষা, উন্নতি এবং কল্যাণকামী মানুষ তৈরির লক্ষ্যে ওয়েলফশন মানবকল্যাণ সংঘ প্রতিষ্ঠার চিন্তা কে সামনে রেখে তিনি ২০১২ সাল থেকে অনুসন্ধান,গবেষণা, জরিপ,পরিক্ষা নিরীক্ষা, প্রয়োজনীয়তার উপর বৃত্তি করে উইকিপিডিয়া, ইন্টারনেট, ইউনেস্কো গঠন তন্ত্র, ব্যাক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সহায়তায় ওয়েলফশন গঠন তন্ত্র লিখার কাজ শুরু করেন ২০১৮ সালে।
তিনি ২০১৯ সালে উনার বন্ধুবান্ধব,সহপাঠী, সমাজের গণ্যমাণ্য মানুষদেরনিয়ে আলোচনা প্রস্তাবনার মাধ্যমে একদল মানুষকে একটি সাংগাঠনিক কাঠামোর অন্তভুক্ত করে। নিদিষ্ট কিছু লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে কল্যাণ কামী দল & ব্যক্তিদের একত্রিত করেন। স্ব স্ব এলাকার শিক্ষা সচেতনতা, বেকারত্ব দূরীকরণ, আর্থ-সামাজিক উন্নয়ন,ক্রিয়া, সাংস্কৃতিক পরিবেশ, আত্ম-কর্মসংস্থান, মানবাধিকার এবং সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠাসহ পারষ্পরিক সহযোগিতা, সহমর্মিতা, ভ্রাতৃত্বের সেতু স্থাপন তথা আদর্শ সমাজ ও জীবন গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে সামাজিক, উন্নয়নশীল ও উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েলফশন মানবকল্যাণ সংঘ সততা ও কল্যাণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে "এসো মানবতার কল্যাণে কাজ করি সুন্দর সমাজ গড়ি" এই স্লোগানে ৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে সংগঠন টি প্রতিষ্ঠিত করেন।
মূলনীতি
মূলনীতি : ✪একতা ✪সততা ✪সহযোগিতা ✪বিশ্বস্ত বন্ধুত্বপূর্ণ ✪শিক্ষা ✪শান্তি ✪উন্নতি ওয়েলফশনের মূলনীতি।
সংগঠনের নাম
এই সংগঠনের নাম “ওয়েলফশন কল্যাণ সংঘ” (EN- Welftion Welfare Association)
ডাক নাম : 'ওয়েলফশন মানবকল্যাণ সংঘ'
(EN- Welftion Human Welfare Association)
অন্য নাম : " ওয়েলফশন শান্তি সংঘ" ( Welftion Quiets Association )
স্লোগান
স্লোগান : "এসো মানবতার কল্যাণে কাজ করি, সুন্দর সমাজ গড়ি"
বিশেষ বার্তা : •মনে রাখতে হবে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা এবং একতাই বল।
উত্তরমুছুন• সত্য যাই হউক আমরা সবাই তা মেনে নিতে বাধ্য।
দান & সহায়তা বার্তা :
আপনি আপনার পছন্দ অনুযায়ী অনুদান বা সাহায্য সহযোগিতা করে অবদান রাখতে পারেন। তবে, আমরা সাধারণত আপনাকে সর্বনিম্ন 7,000/- টাকা অথবা এর সমতুল্য পরিমাণ অর্থ সম্পদ দান করতে উৎসাহিত করি।
"দান করা সব সময় দান নেওয়ার থেকে উত্তম কাজ"
"এসো সততা ও ন্যায় নিষ্ঠার সাথে মানবতার কল্যাণে কাজ করি, সুন্দর সমাজ গড়ি"
মনোগ্রাম :
উত্তরমুছুনমনোগ্রামের ব্যাক গ্রাউন্ড আকাশী বা সাদা। যা গভীর ভালোবাসা শান্তি ও কল্যাণ কে বুঝানো হয়েছে। মনোগ্রামটিতে মাঝখানে গাঁড় লাল রং বা ওয়েলফশন রং এ ইংরেজি অক্ষর (QWFT) দেখাবে যার আকৃতি হবে ইংরেজি অক্ষর Q এর মত । উপরোক্ত সবকিছুকে দুটি নিম পাতার ছড়া দিয়ে আর্বিত দেখানো হবে। যা সমাধান,কল্যাণ ও শান্তির প্রতিক হিসাবে দেখানো হয়েছে। নিচের অংশে আরবিতে "وعلفشن" লিখা থাকবে। মনোগ্রামের রং হবে কালো, লাল, সাদা, সবুজ এবং আকাশি নীল বা বেগুনি।
উপরে খেজুর গাছ থাকবে। যা শান্তি ও ঐক্যের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। وعلفشن লিখার নিচে (৩)তিনটা স্টার (তারকা) চিহ্ন থাকবে। যা তিনটা মূলনীতি কে বুঝানো হয়েছে। মনোগ্রামটি সাদা বৃত্তের উপর নিচের দিকে সংগঠনের নাম লিখতে হবে। নিচের অংশে ওয়েলফশন মানবকল্যাণ সংঘ দুই পাশে দুইটি করে (৪) চারটি তারকা (স্টার) চিহ্ন থাকবে। উপরের অংশে ইংরেজিতে "Welftion Human Welfare Association" লেখা থাকবে।
মোট ৭টা তারকা (স্টার) চিহ্ন সংগঠনটির (৭) সাতটি মূলনীতি কে বুঝানো হয়েছে।
ওয়েলফশনের সাথে সম্পৃক্ত সংগঠন ও কল্যাণ কামী দল লগো টা ঠিক রেখে লক্ষ উদ্দেশ্যর সাথে মিল রেখে মনোগ্রাম তৈরি করবে। তারকা ( স্টার) গুলো পথ নির্দেশক হিসেবে ব্যাবহার করা হয়েছে।
অনুপ্রেরণা হাদীস :
মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার ১০০ প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন।’ (মুসলিম, হাদিস : ২৫৬৬)।
রাসূল (সা.) বলেছেন, মানুষের কল্যাণ-সংশ্লিষ্ট যত কাজ আছে, তার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সর্বোত্তম হচ্ছে দরিদ্র ও ক্ষুধার্তকে খাবার দান করা। (বুখারি, হাদিস : ১২)
• রাসূল (সা.) আরও বলেছেন, ‘কোনো বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যরত থাকে, আল্লাহ তায়ালাও ততোক্ষণ তাকে সাহায্য করতে থাকেন।’ (তিরমিজি)
• আল্লাহতায়ালা কোরআনুল কারিমে এরশাদ করেন, ‘মুমিনরা পরস্পর ভাই ভাই।’ (সূরা হুজরাত, আয়াত : ১০)
• মহান আল্লাহ আরও ইরশাদ করেন, ‘ইমানদার পুরুষ ও ইমানদার নারী একে অপরের সহায়ক।’ (সূরা তওবা, আয়াত: ৭১)।
• হাদিসে রাসূল (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন, যে তার বান্দাদের প্রতি দয়া করে।’ (বোখারি, হাদিস : ১৭৩২)।
অনুপ্রেরণা & উক্তি :
১. সংগঠিত হওয়া হলো আত্ম মর্যাদা এর একটি চিহ্ন মাত্র।
— গ্যাব্রিয়েলে বার্নাস্টেইন
২. সংগঠিত করার প্রত্যেক মিনিটের জন্যই এক ঘণ্টা করে যুক্ত হয়।
— বেঞ্জামিন ফ্রাংকলিন
৩. সংগঠনের মাধ্যমেই ক্ষমতা চলে আসে।
— লিন্ডা পিটারসন
৪. একটি সংগঠনের প্রাপ্তি হলো সংগঠনটির প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টার যোগফল।
— ভিনসে লমবার্ডি
৫. একটি ভালো সংগঠন লক্ষ্যের পথে রাস্তা ছোট করে দেয়।
— অরিসন সোয়েট মারডিউ
৬. সঠিক আদেশই হলো সংগঠনের মূল উদ্দেশ্য এবং সাফল্য।
— এডমন্ড বুর্ডে
৭. সততা দ্বারা পরিচালিত ভালো উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একতাদ্বারা বেষ্টিত সংগঠন সাফল্য অর্জনে সচেষ্ট জাতির কল্যাণে তারাই স্রেষ্ঠ।
~ মোহাম্মাদ তৌফিক হোসাইন আল তৌফিকী
৮. একটি সংগঠন যেখানে একটি সাধারণ উদ্দেশ্য নিয়ে সবাই কাজ করে সেখানেই সাফল্য নিহিত।
— আর্থার হেল্পস
৯• সংগঠিত হওয়ার মূল উপাদান হলো নিজেকে নিয়ন্ত্রণে রাখা।
১০. মানবতার প্রধান শিক্ষা এটাই যে দানের মাধ্যমে মানুষ কখনোই ফকির হয়ে যায় না।
— আন্না ফ্রাংক
১১. জীবনের মূল মানেটা হলো নিজের সব কিছু দিয়ে মানবতার সেবা করা।
— লিও টলস্টয়
১২. আপনার কখনোই মানবতার উপর থেকে বিশ্বাস হারানো উচিত নয়। কারণ পুরো মানবজাতি হলো এক সমুদ্রের মতো এখানে দু এক ফোটা নোংরা থাকলে কিন্তু পুরো সাগরটা দূষিত হয় না।
— মহাত্মা গান্ধী
১৩. মানবতার পরিবেশনকারী হাতগুলি ঈশ্বরের কাছে প্রার্থনা করা ঠোঁটের মতো ধন্য। – বেনামে
১৪. মানবতার চেয়ে বড় কোনও মানুষ নয়।
– থিওডোর পার্কার
১৫.মানুষ প্রতিটি ঘরে জন্মগ্রহণ করে, তবে মানবতা জন্ম নেয় মাত্র কয়েকটি ঘরে।
– অজানা
১৬. নিজে মানবতার কল্যাণ করতে যদি সক্ষম নাও হও, মানবতার ক্ষতি না করে কল্যাণকামীদের সাহায্য কর।
- তৌফিক সুলতান আল তৌফিকী
১৭. তুমার রোষানলে কোনো কল্যাণকামীর ক্ষতি করো না। তবে তোমার রোষানল তুমার জন্য কাল হয়ে দাড়াতে খুব বেশি সময় নিবে না।
~ মোহাম্মাদ তৌফিক হোসাইন
১৮. আপনি যেখানে আছেন সেখান থেকেই, আপনার যা আছে তা দিয়ে, আপনি যা পারেন তাই করুন ।
– থিওডোর রোজভেল্ট
১৯. অন্যকে সাহায্য করা কোনো কাজ নয়; এটি একটি অন্যতম সেরা উপহার। ”
– লিয়া কেবেদে
২০. আমি এমন কিছু করতে পারি যা আপনি পারেন না, আবার আপনিও এমন অনেক কিছু করতে পারেন যা আমি কখনো করতে পারব না। তবে একসাথে মিলে আমরা চাইলে অসাধারণ কিছু করে ফেলতে পারি।
ওয়েলফশন বার্তা :
সততাই সর্বোৎকৃষ্ট পন্থা
• একতাই বল'
• সত্য যাই হউক আমরা সবাই তা মেনে নিতে বাধ্য।
শাখা সংগঠন :
উত্তরমুছুন☆ওয়েলফশন সমাজ কল্যান সংঘ
☆ওয়েলফশন স্বদিচ্ছা সংঘ
☆ওয়েলফশন একতা সংঘ
☆ওয়েলফশন যুব শক্তি সংঘ
আরও…
প্রশ্ন & উত্তর
ওয়েলফশন কাকে বলে?
সংজ্ঞা : ভালো কাজের উদ্দেশ্য দুই বা অধিক মানুষ অথবা একাধিক দল যখন একত্রিত হয়ে কল্যাণমুলক কাজ সম্পন্ন করে তাকে ওয়েলফশন বলে।
ওয়েলফশননার কাকে বলে?
সংজ্ঞা : যারা কল্যাণমুলক কাজ করে তাদের কে ওয়েলফশনার বলে। অর্থাৎ কলাণকামী অনুসন্ধানী ব্যাক্তি। যারা কখনো সত্য পরিত্যাগ করা পছন্দ করে না বরং সত্য গ্রহণে অধিক আগ্রহী। আলোকিত চিন্তার অধিকারী।