সূরা আল-ফাতিহা
সূরা আল-ফাতিহা
আয়াতসমূহ ও অর্থ[সম্পাদনা]
- ٱلْحَمْدُ لِلَّٰهِ رَبِّ ٱلْعَالَمِينَ
আলহামদুলিল্লা-হি রাব্বিল আ-লামীন।
সমস্ত প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্যে। - ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
আর রাহমা-নির রাহীম।
অনন্ত দয়াময়, অতীব দয়ালু। - مَالِكِ يَوْمِ ٱلدِّينِ
মা-লিকি ইয়াওমিদ্দীন।
প্রতিফল দিবসের মালিক। - إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কানাছতা’ঈন।
আমরা শুধু আপনারই দাসত্ব করি এবং শুধু আপনারই নিকট সাহায্য কামনা করি। - ٱهْدِنَا ٱلصِّرَاطَ ٱلْمُسْتَقِيمَ
ইহদিনাসসিরা-তাল মুছতাকীম।
আমাদের সরল পথনির্দেশ দান করুন। - صِرَاطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ
সিরা-তাল্লাযীনা আন’আম তা’আলাইহিম।
তাদের পথে, যাদের আপনি অনুগ্রহ করেছেন। - غَيۡرِ ٱلْمَغْضُوبِ عَلَيۡهِمۡ وَلَا اَ۬لضَّآلِّينَ ص
গাইরিল মাগদূ বি’আলাইহীম ওয়ালাদ্দাল্লীন। (আমিন )
এবং তাদের পথে নয় যারা আপনার ক্রোধের শিকার ও পথভ্রষ্ট । ( কবুল করুন )
ভাবানুবাদ[সম্পাদনা]
১:পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে।
২:সমস্ত প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্যে।
৫:আমরা শুধু আপনারই দাসত্ব করি এবং শুধু আপনারই নিকট সাহায্য কামনা করি।
৬:আমাদের সরল পথনির্দেশ দান করুন।
নামকরণ[সম্পাদনা]
নাযিল হওয়ার সময়-কাল[সম্পাদনা]
বিষয়বস্তু[সম্পাদনা]
বৈশিষ্ট্য[সম্পাদনা]
ইমাম তিরমিযী আবু হুরাইরাহ থেকে বর্ণনা করেছেন যে, রসূলে কারীম আরো বলেছেন যে -
সংক্ষিপ্ত ব্যাখ্যা[সম্পাদনা]
সৃষ্টিজগতকে আলাম এবং বহুবচনে আলামীন বলা হয়। সূরা আশ-শু'আরার ২৩-২৪ আয়াতদুটিতে বলা হয়েছে,
সূরাটির শেষ আয়াত এর পূর্বের আয়াতের 'সরলপথ'-এর ব্যাখ্যা।
সম্পর্কিত হাদিস[সম্পাদনা]
মুসলিম ইবনে আল-হাজ্জাজ লিপিবদ্ধ করেছেন আবু হুরায়রাহ বলেছিলেন যে মুহাম্মাদ বলেছেন:
অনুরূপ একটি কাহিনী আল বুখারীতে পাওয়া যায়: ০০১.০১২.৭২৩[১৬]—সালাতের বৈশিষ্ট্যসমূহ।
মুসলিম ইবনে আল হাজ্জাজ লিপিবদ্ধ করেছেন:
সুরা আল-ফাতিহার উপকার ও ফযীলত[সম্পাদনা]
সুন্নি অনুযায়ী উপকার[সম্পাদনা]
অন্যতম সেরা সূরা[সম্পাদনা]
রোগ নিরাময়ের জন্য আল-ফাতিহা ব্যবহৃত হয়েছিল[সম্পাদনা]
নামাজে প্রয়োজনীয়তা[সম্পাদনা]
মুসলিম ইবনে আল-হাজ্জাজ লিপিবদ্ধ করেছেন হযরত আবু হুরাইরাহ (রাঃ) বলেছেন যে নবী বলেছেন:
দুই নূরের একটি[সম্পাদনা]
মুসলিম ইবনুল হাজ্জাজ লিপিবদ্ধ করেছেন ইবনে আব্বাস (রাঃ) বলেছেন:
শিয়া অনুযায়ী উপকার[সম্পাদনা]
ইবলিস ৪টি অনুষ্ঠানে শোক প্রকাশ করে[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ খ গ ঘ ঙ চ কআবু বকর মুহাম্মাদ যাকারিয়া। কুরআনুল কারীম (অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর)। কুরআন মুদ্রণ কমপ্লেক্স।
- ↑ Ali, Noman। "সূরা আল ফাতিহা অর্থসহ বাংলা অনুবাদ / Surah Al-Fatihah Bangla Translation"। হ য ব র ল। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৯।
- ↑ Maududi, Sayyid Abul Ala। Tafhim Al Quran। ২০১৩-০৭-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১৭।
- ↑ "قراءة الفاتحة في الصلاة - موقع مقالات إسلام ويب"। www.islamweb.net। ২০২০-১২-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৩।
- ↑ Mulla Sadra। Tafsir al-Quran al-Karim। পৃষ্ঠা 1:163–164।
- ↑ খ কIbn Kathir। Tafsir Ibn Kathir। ২০১৭-০৬-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৮-১৪।
- ↑ "Hadith - The Book of the Commencement of the Prayer - Sunan an-Nasa'i - Sunnah.com - Sayings and Teachings of Prophet Muhammad (صلى الله عليه و سلم)"। sunnah.com। ২০২০-০৮-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১১-৩০।
- ↑ কুরতুবী
- ↑ সহীহ বুখারী, ৬:৬১:৫২৯ (ইংরেজি)
- ↑ সহীহ বুখারী, ৭:৭১:৬৪৫ (ইংরেজি)
- ↑ সহীহ বুখারী, ৭:৭১:৬৩৩ (ইংরেজি)
- ↑ সহীহ বুখারী, ৭:৭১:৬৩২ (ইংরেজি)
- ↑ "The Reason it is Called Umm Al-Kitab"। ২০১৩-০৪-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-০৮।
- ↑ "The Meaning of Al-Fatihah and its Various Names"। ২০১৭-০৬-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৮-১৪।
- ↑ সহীহ মুসলিম, ৪:৭৭৩ (ইংরেজি)
- ↑ সহীহ বুখারী, ১:১২:৭২৩ (ইংরেজি)
- ↑ সহীহ মুসলিম, ৪:১৭৬০ (ইংরেজি)