প্রাথমিক শিক্ষা বিষয় গনিত +
Al Islamia Darul Quran Welftion Muslim Academy☞ ভাগ (➗) করতে নামতা লাগে।
☞ ভাজক যদি ডানের সংখ্যা ১ হয় তবে দুই গড় ধরে ভাজ্যর প্রথম দুই সংখ্যা কে ভাগ করতে হবে। অন্যথা ভাজকের ডানের ১ সংখ্যা দ্বারা ভাজ্যর ১ সংখ্যা কে ভাগ করতে হবে। উক্ত ভাগ ফল দ্বারা ভাজকে গুণ করতে হবে। {৪৬৪৫৬÷১২৩}
☞ ভাজকের সংখ্যা গুলো থেকে যদি ভাজ্যে বৃদ্ধিমান ভাজকের সমান সংখ্যা ভাজক থেকে ছোট হয় তবে ডান পাশ থেকে একটি সংখ্যা নিয়ে ভাগ করতে হবে। {৩৭৭৮৯৭÷৪৫৬}
☞ ভাগ শেষে অবশিষ্ট সংখ্যা যদি ভাজ্য থেকে ছোট হয় তবে ০ দিয়ে ভাগ করব। ০ দিয়ে ভাগ করার পর যদি ভাগ শেষে ০ ব্যাতিত অন্য কোনো সংখ্যা হয় তবে. দিয়ে ভাগ শেষে ০ বসিয়ে ভাগ করতে হবে।
উদাহরণ ওয়েলফশন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাপ্ত
৬৩)৮৭(১.৩৮০৯৫২ [1.3809523809523]
☞
Welftion Al Islamia Darul Quran University
1. 78639 + 293636 = 372,275
2. 92728 - 283692 =190964
3. 297272 × 736 = 218792192
4. 665511 ÷ 77 = 8643
5. 730- 210 = 520
6. ৭৩৯×৩১৮ = ২৩৫০০২
7. ৭২৮০০÷৫২০ = ১৪০
8. 534+263= 797
°9. মাসুম সাহেব তার স্ত্রী সাবিকুন কে প্রতি মাসে ৯,৪৭৩ টাকা দেয় হাত খরচের জন্য বছর শেষে মাসুম সাহেব মোট কতো টাকা দিলো..? [৩০]
°10. রতন সাহেব ৩৮৫ টাকা তার স্ত্রী কে দিলো তার ৫ সন্তানের মধ্যে সমান ভাবে ভাগ করে দিতে বলেন. তাহলে একজন কতো টাকা করে পাবে..? [৩০] ৫০%
(৪০/১০/১০×১/১০/৩০)
11. যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে..? = ভাজক
12. ৯৯৯÷১০ =? ☞ ভাগফল ৯৯ ভাগ শেষ ৯
13. ভাজক × ভাগফল =? ☞ ভাজ্য
14. ৫৬৭৮৯×৪৩২৯ =? ☞ ২৪৫,৮৩৯৫৮১
15. গুণফল ÷ গুণক =? গুণ্য
(১০)16।
(৩০)
17. Translate Into English (ক) আমি আমার মা কে ভালোবাসি। 🥀(খ) আমি আমার বাবা কে পছন্দ করি। (গ) আমার প্রিয় রং সাদা (ঘ) তুমি কি আমাকে সাহায্য করতে পার..? (ঙ) আমার বয়স দশ বছর।
18. Translate into Bangla..? 🥀(a) I Like This Pen. (b) I don’t like Tv. (c) Who Are You..? 🥀(d) Good idea. (e) Come with me.
19. Answer the questions.🥀 (a) Where is Andy going..?
20. Welftion English Language
Club B/77 Welftion Office Road, Bangladesh
1. Name :.................................................,
2.Mother's Name:....................................
3.Father's Name :.....................................
4.Date Of birth :......................................
5. Class :...................................................
6. Religious:..............................................
7. Blood Group :.......................................
Welftion Al Islamia Darul Quran Cadet Academy
বিশেষ বার্তা : •মনে রাখতে হবে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা এবং একতাই বল।
☮️ সত্য যাই হউক আমরা সবাই তা মেনে নিতে বাধ্য।
" এসো সময়ের সঠিক মূল্যায়ন করি, সঠিক শিক্ষা গ্রহণ করি "
" এসো সময়ের সঠিক মূল্যায়ন করি, দ্বীনি শিক্ষা গ্রহণ করি "
" এসো সময়ের সঠিক মূল্যায়ন করি, সুন্দর জীবন গড়ি "
Al Islamia Darul Quran Noorani Madrasa
ধাঁধা
☑️ ১. কোন জিনিসের একটা মুখ আছে, দুটো হাত আছে কিন্তু কোনো পা নেই?
What thing has a mouth, two arms but no legs?
২. তোমার টাকা দ্বিগুণ করার সহজ উপায় কী?
What's the easiest way to (multiply) Double your money?
৩. কোন জিনিসের বুড়ো আঙুল আছে, সাথে চারটা আঙুলও আছে; কিন্তু জিনিসটা জীবিত নয়।
Something has a big toe, along with four fingers; But the thing is not alive.
৪. ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে ভাঙতেই হবে?
Which thing to use to play?
৫. কোন জিনিসের ঘাড় আছে কিন্তু মাথা নাই?
What thing has a neck but no head?
৬. কোন জিনিস শুকায় আবার ভেজার জন্য?
What things dry to get wet again?
৭. কোনটা চলে যায় কিন্তু আর ফিরে আসে না?
Which goes away but never comes back?
৮. কোন জিনিসটা তোমার কিন্তু তোমার চেয়ে অন্য মানুষেই বেশি ব্যবহার করে?
Which thing Your but other people are using more than you?
৯. সবারই এটা আছে আর কারোই এটা হারানোর উপায় নেই। কী সেটা?
Everyone has it and no one can afford to lose it. what is that
১০. লক্ষ বছর ধরে থাকলেও এটিকে একটানা এক মাসের বেশি দেখা যায় না। কী নাম তার?
Even though it has been around for millions of years, it is not seen for more than one month continuously. What is his name?
উত্তর
১. ঘড়ি।
২. আয়নার সামনে ধরো, তাহলেই দ্বিগুণ দেখাবে!
৩. দস্তানা/হাতমোজা।
৪. ডিম।
৫. বোতল।
৬. তোয়ালে।
৭. তোমার বয়স।
৮. তোমার নাম।
৯. নিজের ছায়া।
১০. চাঁদ।
watch 2. Hold it in front of the mirror, then it will look twice! 3. Gloves/mitts. 4. the egg 5. the bottle 6. the towel 7. your age 8. your name 9. own shadow 10. the moon
★একলা তাকে যায় না দেখা সঙ্গী পেলে বাঁচে,,,,,, আঁধার দেখে ভয়ে পালায় আলোয় ফিরে আসে,,,,,,!!!!!
**উত্তরঃ ছায়া**
★গুজরাটে আছে,,,, দিল্লিতে নেই,,,,,, পাটনাতে আছে,,,, বোম্বেতে নেই,,,,!!!!
**উত্তরঃ ট**
★এক মুড়ি তিন মাথা,,,,,, নিত্য খায় লতা – পাতা,,,, লতা – পাতা খেয়ে বুড়ি,,,,,, চোখ – মুখে ধোয়ায় তুড়ি,,,,!!!!
**উত্তরঃ চুলা**
★একটি পোকা বন – জঙ্গলে রাতের বেলা চলে,,,,,
দিনের বেলা না জ্বলে রাতের বেলা জ্বলে,,,,,!!!!!
**উত্তরঃ জোনাকি পোকা**
★কহেন কবি কালিদাস,,,,, পথ চলার কালে,,,, তেল নেই,,,, পলতে নেই,,,,, প্রদীপ তবু জ্বলে,,,,!!!
**উত্তরঃ সূর্য**
★এমন কোনও গাছ আছে কি,,,,,, মাটিতে নেই মূল,,,,,, হয়তো পড়লে ঠাট্রা ভাববে,,,,,, কিংবা ছাপার ভুল,,,,!!!!!!
**উত্তরঃ স্বর্ণলতা**
★মাটির হাঁড়ি কাঠের গাই,,,,,, শীতকালে দোয়ায়ে খাই,,,,,,,!!!!!
**উত্তরঃ খেজুর রস**
গ্রাম বাংলার ধাঁধা ও উত্তর
★এমন একটি দেশের নাম বলো,,,,,, যার প্রথম দুটি অক্ষরে মানুষ হলে,,,,,, শেষের দুটিতে রাস্তা বোঝায়,,,,!!!!!
**উত্তর—নরওয়ে**
★এমন একটি শহরের নাম বলো,,,,,,, যা খোলা নয়,,,,,,
কিন্তু সত্যি তা নয়,,,,, না বলতে পারলে সবে বোকা কয়,,,,!!!!!
**উত্তর—ঢাকা**
★এমন একটি কাপের নাম বলো দেখি ভাই,,,,,,
যে কাপেতে চা চিনি,,,,, দুধ পানি একটুও নেই,,,,,,!!!!
**উত্তর—হিরো কাপ**
★এরা বাপবেটা ওরা বাপবেটা তালতলা দিয়ে যায়,,,,,,,
তিনটি তাল পড়লে তারা,,,,,, সমান ভাগে পায়,,,,,,!!!!!
**উত্তর—বাপ, ছেলে, নাতি,**
★এক বৃক্ষে ফুটেছে,,,,,, এক জোড়া ফুল,,,,,
হীরা মানিক কভু নয়,,,,,, তার সমতুল,,,,,
**উত্তর—চোখ**
★এক বাড়ির দুই দরোজা দিয়া জল গড়িয়ে পড়ে,,,,,,
হাওয়া ছাড়া আর হাওয়া নেয়ার পরে,,,,,!!!!
**উত্তর—সর্দি**
★এক বুড়ির আছে বারোটি ছেলে। তার বারো ঘরে থাকে এখন ৩৬৫ টি ছেলে।
**উত্তর—বৎসর**
এক বুড়ির আছে বারোটি ছেলে। তার বারো ঘরে থাকে এখন ৩৬৫ টি ছেলে।
**উত্তর—বৎসর**
★এক গাছে তিন তরকারী,,,,,,, আজব কথা বলি হাড়ি,,,,!!!!
** উত্তর—কলাগাছ**
★এক গাছে বহু ফল,,,,,, গায়ে কাটা কাঁটা,,,,,
পাকলে ছাড়াও যদি,,,,, হাতে লাগে আঠা,,,,,!!!!
**উত্তর—কাঠাঁল**
★এক সাথে সাতটা রঙ,,,, , কোথায় থাকে বলো,,,,,
না পারলে বুঝবো,,,,,, তুমি বিজ্ঞানে নও ভাল,,,,!!!!!
**উত্তর—রংধনু**
ছোটদের ধাঁধা প্রশ্ন উত্তর
★উপর থেকে এলে পাখি সাদা কাপড় পরে,,,,, ভোজনে বসলে পাখি মাছ ধরে মারে,,,,!!!!
**উত্তর—বক**
★উপর থেকে এলো পাখি,,,,,, শন শন করে,,,, মরা পাখী কিন্তু,,,,, ধান খায় কড়মড় করে,,,,,!!!!
**উত্তর—ঢেকি**
★উপর হতে পড়লো বুড়ি,,,,,, কাথা কম্বল লয়ে,,,,, ভাসতে ভাসতে যায় বুড়ি কানাই নগর দিয়ে,,,,!!!!
**উত্তর—তাল**
★উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম দালান বাড়ি কোঠা,,,,, ভাত শালিকে বলে গেলো,,,,,, ফলের আগায় পাতা,,,,!!!!!
**উত্তর—আনারস**
★উল্টা দেশের আজব কথা,,,,,, সত্য কিন্তু বটে,,,,,,
পেট দিয়ে সে আহার করে,,,,,, মাথা দিয়ে চাঁটে,,,,!!!!
**উত্তর—গর্ভস্থ সন্তান**
★এমন একটা গাই আছে,,,,,, যা দেই তাই খায়,,,,,, পানি দিলে মরে যায়,,,,!!!!!
**উত্তর—আগুন**
★উলটালে ধাতু হয়,,,,,, সোজাতে জননী কী শব্দ হয় তাহা,,,,, বল দেখি শুনি,,,,!!!!
**উত্তর—মাতা**
★উড়তে পেখম বীর,,,,,, ময়ূর সে নয়,,,, মানুষ খায় গরু খায়,,,,, বাঘ সে নয়,,,,!!!!!
**উত্তর—মশা**
★এমন আশ্চর্যের কথা শুনেছো কি ভবে,,,,, কাউকে দিলে পরে,,,,, রাখতে তোমায় হবে,,,,!!!!!
**উত্তর—কথা**
সহজ ধাঁধা প্রশ্ন ও উত্তর
★এ কোন ব্যাটা শয়তান,,,,, থাকে বসে ধরে কান,,,,!!!!
**উত্তর—চশমা**
এপার ঝাটি, ওপার ঝাটি,,,,, ঝাটিতে করে,,,,,, পিটা পিটি,,,!!!!!
**উত্তর—চোখের পাতা**
★এমন কি বস্তু ভাই তিন অক্ষরে হয়, যা দ্বারা পৃথিবী সদা পূর্ণ রয়। প্রথম অক্ষর বাদ দিলে খেলার বস্তু হয়, শেষ অক্ষরে আকার দিলে সবাই মিষ্টি কয়।
**উত্তর—বাতাস**
★এমন কোন স্থান আছে,,,,,, দেখতে যেখা পাই,,,,, মাকেদাদী, বৌকে মা, বাপকে বলে ভাই,,,,, উত্তরটা সোজা,,,,
একটু খুঁজলেই পাবে,,,, মাথায় হাত দিয়ে ভাই, কে এতো ভাবে,,,,,!!!!!
**উত্তর—অভিনয় মঞ্চ**
★এমন কোন বস্তু আছে যে ধরায়,,,,,,,, না চাইতেই তা সর্বলোকে পায়,,,,,,
**উত্তর—মৃত্যু**
★এমন রকম প্রাণি বের করো তো খুঁজে,,,,,,, সর্বদাই সে হেটে বেড়ায় চোখ না ছুঁজে,,,,!!!!
**উত্তর—মাছি**
★এমন এক প্রাণী আছে,,,,,, ধান চাল খায়,,,,, মাইল মাইল দৌড়ে, যুদ্ধ করতে যায়,,,,!!!!!
**উত্তর—ইঁদুর**
★এমন কি কথা আছে, শুনলে রাগ হয়,,,,,, কোথাও কেউ খুঁজে পায়নি কেহ কোনদিন,,,,,,, তবু শোনা যায়,,,,!!!!!
**উত্তর—ঘোড়ার ডিম**
★** আমি যখন এলাম, কেন তুমি এলে না তুমি যখন এলে, কতো কি খেলে, একবার গেলে, ফের তুমি এলে, কিন্তু হায়! বৃদ্ধাকালে মোরে ছেড়ে গেলে।
**উত্তর—দাঁত**
★আমি যারে আনতে গেলাম,,,,,, তারে দেখে ফিরে এলাম সে যখন চলে গেলো তখন তারে নিয়ে এলাম,,,,!!!!!
**উত্তর—বৃষ্টিও পানি**
★উপরে চাপ নীচে চাপ,,,,,, মধ্যেখানে চেরোয় সাপ,,,,
**উত্তর—জিহ্বা**
©Al Islamia Darul Quran Al Towfiqi Welftion Noorani Madrasa [ AIDQATWNM)
Al Islamia Darul Quran Welftion Academy
Al Islamia Darul Quran Welftion Institute
Department Of Welftion Primary Question.
Department Of Welftion Noorani Question.
Department Of Welftion High School Question.
Department Of Welftion College Question.
Department Of Welftion University Question.
উপদেষ্টা পরিষদ গঠনের মাধ্যমে ওয়েলফশন সংগঠন পরিচালিত হবে। উপদেষ্টা পরিষদে শিক্ষক, সমাজসেবক, কল্যানকামী শিক্ষিত জ্ঞানীরাই স্থান পাবে।
ওয়েলফশন কল্যাণঅনুরাগী =কল্যাণের প্রতি ভালোবাসা।
Welftion Love Of Welfare.
Department Of Welftion Love Of Welfare Welfare Question.Al Islamia Darul Quran Welftion Muslim Academy
☞ ভাগ (➗) করতে নামতা লাগে।
☞ ভাজক যদি ডানের সংখ্যা ১ হয় তবে দুই গড় ধরে ভাজ্যর প্রথম দুই সংখ্যা কে ভাগ করতে হবে। অন্যথা ভাজকের ডানের ১ সংখ্যা দ্বারা ভাজ্যর ১ সংখ্যা কে ভাগ করতে হবে। উক্ত ভাগ ফল দ্বারা ভাজকে গুণ করতে হবে। {৪৬৪৫৬÷১২৩}
☞ ভাজকের সংখ্যা গুলো থেকে যদি ভাজ্যে বৃদ্ধিমান ভাজকের সমান সংখ্যা ভাজক থেকে ছোট হয় তবে ডান পাশ থেকে একটি সংখ্যা নিয়ে ভাগ করতে হবে। {৩৭৭৮৯৭÷৪৫৬}
☞ ভাগ শেষে অবশিষ্ট সংখ্যা যদি ভাজ্য থেকে ছোট হয় তবে ০ দিয়ে ভাগ করব। ০ দিয়ে ভাগ করার পর যদি ভাগ শেষে ০ ব্যাতিত অন্য কোনো সংখ্যা হয় তবে. দিয়ে ভাগ শেষে ০ বসিয়ে ভাগ করতে হবে।
উদাহরণ ওয়েলফশন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাপ্ত
৬৩)৮৭(১.৩৮০৯৫২ [1.3809523809523]
☞
Welftion Al Islamia Darul Quran University
1. 78639 + 293636 = 372,275
2. 92728 - 283692 =190964
3. 297272 × 736 = 218792192
4. 665511 ÷ 77 = 8643
5. 730- 210 = 520
6. ৭৩৯×৩১৮ = ২৩৫০০২
7. ৭২৮০০÷৫২০ = ১৪০
8. 534+263= 797
°9. মাসুম সাহেব তার স্ত্রী সাবিকুন কে প্রতি মাসে ৯,৪৭৩ টাকা দেয় হাত খরচের জন্য বছর শেষে মাসুম সাহেব মোট কতো টাকা দিলো..? [৩০]
°10. রতন সাহেব ৩৮৫ টাকা তার স্ত্রী কে দিলো তার ৫ সন্তানের মধ্যে সমান ভাবে ভাগ করে দিতে বলেন. তাহলে একজন কতো টাকা করে পাবে..? [৩০] ৫০%
(৪০/১০/১০×১/১০/৩০)
11. যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে..? = ভাজক
12. ৯৯৯÷১০ =? ☞ ভাগফল ৯৯ ভাগ শেষ ৯
13. ভাজক × ভাগফল =? ☞ ভাজ্য
14. ৫৬৭৮৯×৪৩২৯ =? ☞ ২৪৫,৮৩৯৫৮১
15. গুণফল ÷ গুণক =? গুণ্য
(১০)16।
(৩০)
17. Translate Into English (ক) আমি আমার মা কে ভালোবাসি। 🥀(খ) আমি আমার বাবা কে পছন্দ করি। (গ) আমার প্রিয় রং সাদা (ঘ) তুমি কি আমাকে সাহায্য করতে পার..? (ঙ) আমার বয়স দশ বছর।
18. Translate into Bangla..? 🥀(a) I Like This Pen. (b) I don’t like Tv. (c) Who Are You..? 🥀(d) Good idea. (e) Come with me.
19. Answer the questions.🥀 (a) Where is Andy going..?
20. Welftion English Language
Club B/77 Welftion Office Road, Bangladesh
1. Name :.................................................,
2.Mother's Name:....................................
3.Father's Name :.....................................
4.Date Of birth :......................................
5. Class :...................................................
6. Religious:..............................................
7. Blood Group :.......................................
Welftion Al Islamia Darul Quran Cadet Academy
বিশেষ বার্তা : •মনে রাখতে হবে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা এবং একতাই বল।
☮️ সত্য যাই হউক আমরা সবাই তা মেনে নিতে বাধ্য।
" এসো সময়ের সঠিক মূল্যায়ন করি, সঠিক শিক্ষা গ্রহণ করি "
" এসো সময়ের সঠিক মূল্যায়ন করি, দ্বীনি শিক্ষা গ্রহণ করি "
" এসো সময়ের সঠিক মূল্যায়ন করি, সুন্দর জীবন গড়ি "
Al Islamia Darul Quran Noorani Madrasa
ধাঁধা
☑️ ১. কোন জিনিসের একটা মুখ আছে, দুটো হাত আছে কিন্তু কোনো পা নেই?
What thing has a mouth, two arms but no legs?
২. তোমার টাকা দ্বিগুণ করার সহজ উপায় কী?
What's the easiest way to (multiply) Double your money?
৩. কোন জিনিসের বুড়ো আঙুল আছে, সাথে চারটা আঙুলও আছে; কিন্তু জিনিসটা জীবিত নয়।
Something has a big toe, along with four fingers; But the thing is not alive.
৪. ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে ভাঙতেই হবে?
Which thing to use to play?
৫. কোন জিনিসের ঘাড় আছে কিন্তু মাথা নাই?
What thing has a neck but no head?
৬. কোন জিনিস শুকায় আবার ভেজার জন্য?
What things dry to get wet again?
৭. কোনটা চলে যায় কিন্তু আর ফিরে আসে না?
Which goes away but never comes back?
৮. কোন জিনিসটা তোমার কিন্তু তোমার চেয়ে অন্য মানুষেই বেশি ব্যবহার করে?
Which thing Your but other people are using more than you?
৯. সবারই এটা আছে আর কারোই এটা হারানোর উপায় নেই। কী সেটা?
Everyone has it and no one can afford to lose it. what is that
১০. লক্ষ বছর ধরে থাকলেও এটিকে একটানা এক মাসের বেশি দেখা যায় না। কী নাম তার?
Even though it has been around for millions of years, it is not seen for more than one month continuously. What is his name?
উত্তর
১. ঘড়ি।
২. আয়নার সামনে ধরো, তাহলেই দ্বিগুণ দেখাবে!
৩. দস্তানা/হাতমোজা।
৪. ডিম।
৫. বোতল।
৬. তোয়ালে।
৭. তোমার বয়স।
৮. তোমার নাম।
৯. নিজের ছায়া।
১০. চাঁদ।
watch 2. Hold it in front of the mirror, then it will look twice! 3. Gloves/mitts. 4. the egg 5. the bottle 6. the towel 7. your age 8. your name 9. own shadow 10. the moon
★একলা তাকে যায় না দেখা সঙ্গী পেলে বাঁচে,,,,,, আঁধার দেখে ভয়ে পালায় আলোয় ফিরে আসে,,,,,,!!!!!
**উত্তরঃ ছায়া**
★গুজরাটে আছে,,,, দিল্লিতে নেই,,,,,, পাটনাতে আছে,,,, বোম্বেতে নেই,,,,!!!!
**উত্তরঃ ট**
★এক মুড়ি তিন মাথা,,,,,, নিত্য খায় লতা – পাতা,,,, লতা – পাতা খেয়ে বুড়ি,,,,,, চোখ – মুখে ধোয়ায় তুড়ি,,,,!!!!
**উত্তরঃ চুলা**
★একটি পোকা বন – জঙ্গলে রাতের বেলা চলে,,,,,
দিনের বেলা না জ্বলে রাতের বেলা জ্বলে,,,,,!!!!!
**উত্তরঃ জোনাকি পোকা**
★কহেন কবি কালিদাস,,,,, পথ চলার কালে,,,, তেল নেই,,,, পলতে নেই,,,,, প্রদীপ তবু জ্বলে,,,,!!!
**উত্তরঃ সূর্য**
★এমন কোনও গাছ আছে কি,,,,,, মাটিতে নেই মূল,,,,,, হয়তো পড়লে ঠাট্রা ভাববে,,,,,, কিংবা ছাপার ভুল,,,,!!!!!!
**উত্তরঃ স্বর্ণলতা**
★মাটির হাঁড়ি কাঠের গাই,,,,,, শীতকালে দোয়ায়ে খাই,,,,,,,!!!!!
**উত্তরঃ খেজুর রস**
গ্রাম বাংলার ধাঁধা ও উত্তর
★এমন একটি দেশের নাম বলো,,,,,, যার প্রথম দুটি অক্ষরে মানুষ হলে,,,,,, শেষের দুটিতে রাস্তা বোঝায়,,,,!!!!!
**উত্তর—নরওয়ে**
★এমন একটি শহরের নাম বলো,,,,,,, যা খোলা নয়,,,,,,
কিন্তু সত্যি তা নয়,,,,, না বলতে পারলে সবে বোকা কয়,,,,!!!!!
**উত্তর—ঢাকা**
★এমন একটি কাপের নাম বলো দেখি ভাই,,,,,,
যে কাপেতে চা চিনি,,,,, দুধ পানি একটুও নেই,,,,,,!!!!
**উত্তর—হিরো কাপ**
★এরা বাপবেটা ওরা বাপবেটা তালতলা দিয়ে যায়,,,,,,,
তিনটি তাল পড়লে তারা,,,,,, সমান ভাগে পায়,,,,,,!!!!!
**উত্তর—বাপ, ছেলে, নাতি,**
★এক বৃক্ষে ফুটেছে,,,,,, এক জোড়া ফুল,,,,,
হীরা মানিক কভু নয়,,,,,, তার সমতুল,,,,,
**উত্তর—চোখ**
★এক বাড়ির দুই দরোজা দিয়া জল গড়িয়ে পড়ে,,,,,,
হাওয়া ছাড়া আর হাওয়া নেয়ার পরে,,,,,!!!!
**উত্তর—সর্দি**
★এক বুড়ির আছে বারোটি ছেলে। তার বারো ঘরে থাকে এখন ৩৬৫ টি ছেলে।
**উত্তর—বৎসর**
এক বুড়ির আছে বারোটি ছেলে। তার বারো ঘরে থাকে এখন ৩৬৫ টি ছেলে।
**উত্তর—বৎসর**
★এক গাছে তিন তরকারী,,,,,,, আজব কথা বলি হাড়ি,,,,!!!!
** উত্তর—কলাগাছ**
★এক গাছে বহু ফল,,,,,, গায়ে কাটা কাঁটা,,,,,
পাকলে ছাড়াও যদি,,,,, হাতে লাগে আঠা,,,,,!!!!
**উত্তর—কাঠাঁল**
★এক সাথে সাতটা রঙ,,,, , কোথায় থাকে বলো,,,,,
না পারলে বুঝবো,,,,,, তুমি বিজ্ঞানে নও ভাল,,,,!!!!!
**উত্তর—রংধনু**
ছোটদের ধাঁধা প্রশ্ন উত্তর
★উপর থেকে এলে পাখি সাদা কাপড় পরে,,,,, ভোজনে বসলে পাখি মাছ ধরে মারে,,,,!!!!
**উত্তর—বক**
★উপর থেকে এলো পাখি,,,,,, শন শন করে,,,, মরা পাখী কিন্তু,,,,, ধান খায় কড়মড় করে,,,,,!!!!
**উত্তর—ঢেকি**
★উপর হতে পড়লো বুড়ি,,,,,, কাথা কম্বল লয়ে,,,,, ভাসতে ভাসতে যায় বুড়ি কানাই নগর দিয়ে,,,,!!!!
**উত্তর—তাল**
★উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম দালান বাড়ি কোঠা,,,,, ভাত শালিকে বলে গেলো,,,,,, ফলের আগায় পাতা,,,,!!!!!
**উত্তর—আনারস**
★উল্টা দেশের আজব কথা,,,,,, সত্য কিন্তু বটে,,,,,,
পেট দিয়ে সে আহার করে,,,,,, মাথা দিয়ে চাঁটে,,,,!!!!
**উত্তর—গর্ভস্থ সন্তান**
★এমন একটা গাই আছে,,,,,, যা দেই তাই খায়,,,,,, পানি দিলে মরে যায়,,,,!!!!!
**উত্তর—আগুন**
★উলটালে ধাতু হয়,,,,,, সোজাতে জননী কী শব্দ হয় তাহা,,,,, বল দেখি শুনি,,,,!!!!
**উত্তর—মাতা**
★উড়তে পেখম বীর,,,,,, ময়ূর সে নয়,,,, মানুষ খায় গরু খায়,,,,, বাঘ সে নয়,,,,!!!!!
**উত্তর—মশা**
★এমন আশ্চর্যের কথা শুনেছো কি ভবে,,,,, কাউকে দিলে পরে,,,,, রাখতে তোমায় হবে,,,,!!!!!
**উত্তর—কথা**
সহজ ধাঁধা প্রশ্ন ও উত্তর
★এ কোন ব্যাটা শয়তান,,,,, থাকে বসে ধরে কান,,,,!!!!
**উত্তর—চশমা**
এপার ঝাটি, ওপার ঝাটি,,,,, ঝাটিতে করে,,,,,, পিটা পিটি,,,!!!!!
**উত্তর—চোখের পাতা**
★এমন কি বস্তু ভাই তিন অক্ষরে হয়, যা দ্বারা পৃথিবী সদা পূর্ণ রয়। প্রথম অক্ষর বাদ দিলে খেলার বস্তু হয়, শেষ অক্ষরে আকার দিলে সবাই মিষ্টি কয়।
**উত্তর—বাতাস**
★এমন কোন স্থান আছে,,,,,, দেখতে যেখা পাই,,,,, মাকেদাদী, বৌকে মা, বাপকে বলে ভাই,,,,, উত্তরটা সোজা,,,,
একটু খুঁজলেই পাবে,,,, মাথায় হাত দিয়ে ভাই, কে এতো ভাবে,,,,,!!!!!
**উত্তর—অভিনয় মঞ্চ**
★এমন কোন বস্তু আছে যে ধরায়,,,,,,,, না চাইতেই তা সর্বলোকে পায়,,,,,,
**উত্তর—মৃত্যু**
★এমন রকম প্রাণি বের করো তো খুঁজে,,,,,,, সর্বদাই সে হেটে বেড়ায় চোখ না ছুঁজে,,,,!!!!
**উত্তর—মাছি**
★এমন এক প্রাণী আছে,,,,,, ধান চাল খায়,,,,, মাইল মাইল দৌড়ে, যুদ্ধ করতে যায়,,,,!!!!!
**উত্তর—ইঁদুর**
★এমন কি কথা আছে, শুনলে রাগ হয়,,,,,, কোথাও কেউ খুঁজে পায়নি কেহ কোনদিন,,,,,,, তবু শোনা যায়,,,,!!!!!
**উত্তর—ঘোড়ার ডিম**
★** আমি যখন এলাম, কেন তুমি এলে না তুমি যখন এলে, কতো কি খেলে, একবার গেলে, ফের তুমি এলে, কিন্তু হায়! বৃদ্ধাকালে মোরে ছেড়ে গেলে।
**উত্তর—দাঁত**
★আমি যারে আনতে গেলাম,,,,,, তারে দেখে ফিরে এলাম সে যখন চলে গেলো তখন তারে নিয়ে এলাম,,,,!!!!!
**উত্তর—বৃষ্টিও পানি**
★উপরে চাপ নীচে চাপ,,,,,, মধ্যেখানে চেরোয় সাপ,,,,
**উত্তর—জিহ্বা**
©Al Islamia Darul Quran Al Towfiqi Welftion Noorani Madrasa [ AIDQATWNM)
Al Islamia Darul Quran Welftion Academy
Al Islamia Darul Quran Welftion Institute
Department Of Welftion Primary Question.
Department Of Welftion Noorani Question.
Department Of Welftion High School Question.
Department Of Welftion College Question.
Department Of Welftion University Question.
উপদেষ্টা পরিষদ গঠনের মাধ্যমে ওয়েলফশন সংগঠন পরিচালিত হবে। উপদেষ্টা পরিষদে শিক্ষক, সমাজসেবক, কল্যানকামী শিক্ষিত জ্ঞানীরাই স্থান পাবে।
ওয়েলফশন কল্যাণঅনুরাগী =কল্যাণের প্রতি ভালোবাসা।
Welftion Love Of Welfare.
Department Of Welftion Love Of Welfare Welfare Questio
Tags :
By Mohammad Towfiqi Hossain Al Towfiqi
Seo Construction
I like to make cool and creative designs. My design stash is always full of refreshing ideas. Feel free to take a look around my Vcard.
- By Mohammad Towfiqi Hossain Al Towfiqi
- February 04
- 145/7 Welftion Office Road,Welftion City,Muslim kingdom
- contact@welftion.com
- +8809638608760
House - 03,Road - 7/A Welftion Office Road,Borzapur, Welftion City, Barishab,Kapasia,Gazipur,Dhaka, Bangladesh
উত্তরমুছুনবাড়ি - ০৫,রোড - ৭/এ ওয়েলফশন অফিস রোড, বর্জ্জাপুর,ওয়েলফশন নগরী, বারিষাব, কাপাসিয়া, গাজীপুর
১ ধাঁধাঃ টিন অক্ষরের নাম তার সবার ঘরেই আছে। প্রথম অক্ষর বাদ দিলে খাদ্যবস্তুর নাম হয়। মধ্যের অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র হয়। শেষের অক্ষর বাদ দিলে ভয় পেতে হয়। জিনিসটি কি?
উত্তরমুছুনউত্তরঃ বিছানা। প্রথম অক্ষর বাদ দিলে ছানা হয়। মাঝের অক্ষর বাদ দিলে বিনা হয়। শেষের অক্ষর বাদ দিলে বিছা হয়।
২ ধাঁধাঃ কাঁচা থাকতে সবাই খায়, পাঁকলে সে গড়াগড়ি খায়। জিনিসটি কি?
উত্তরঃ ডুমুর ফল।
৩ ধাঁধাঃ কোন জিনিস কাটলে বড় হয়?
উত্তরঃ পুকুর কাতলে বড় হয়।
৪ ধাঁধাঃ এমন কি জিনিস আছে ভাই, যা নিজের থাকা ভালো। কিন্তু পরের কাছ থেকে পেলে মুখ হয়ে যায় কালো?
উত্তরঃ লজ্জা, লজ্জা নিজের কাছে থাকাই ভালো।
৫ ধাঁধাঃ বসে না, দাড়ায় না, চলতে থাকে সে। কারো ধার সে ধারে না ঠেকায় তাকে কে। জিনিসটি কি?
উত্তরঃ সময়।
৬ ধাঁধাঃ বৃষ্টি হলে তিন অক্ষরে আয়েশ করে খায়। কিন্তু তার মাথা কাটলে সুন্দরীদের হাতে উঠে যায়?
উত্তরঃ খিচুড়ি, বৃষ্টি হলে খিচুরি খাওয়া হয়। খিচুরির খি বাদ দিলে চুড়ি হয়ে যায়।
৭ ধাঁধাঃ পাখা ছাড়াই উড়ে চলে। মুখ নাই তবু ডাকে। বুক ছিড়ে আলো ছুটে। চিনো তুমি কি তারে?
উত্তরঃ উড়োজাহাজ।
৮ ধাঁধাঃ এমন কোন স্থান আছে। যেখানে মাকে দাদী, বৌকে মা, বাপকে বলে ভাই। উত্তরটা খুবই সোজা। একটু ভাবলে পেয়ে যাবে দিয়ে মাথা হাত?
উত্তরঃ অভিনয় মঞ্চ। এখানে অভিনয়ের খাতিরে যেকাউকে যা কিছু বলা হয়
৫ ধাঁধাঃ বসে না, দাড়ায় না, চলতে থাকে সে। কারো ধার সে ধারে না ঠেকায় তাকে কে। জিনিসটি কি?
উত্তরমুছুনউত্তরঃ সময়।
৬ ধাঁধাঃ বৃষ্টি হলে তিন অক্ষরে আয়েশ করে খায়। কিন্তু তার মাথা কাটলে সুন্দরীদের হাতে উঠে যায়?
উত্তরঃ খিচুড়ি, বৃষ্টি হলে খিচুরি খাওয়া হয়। খিচুরির খি বাদ দিলে চুড়ি হয়ে যায়।
৭ ধাঁধাঃ পাখা ছাড়াই উড়ে চলে। মুখ নাই তবু ডাকে। বুক ছিড়ে আলো ছুটে। চিনো তুমি কি তারে?
উত্তরঃ উড়োজাহাজ।
৮ ধাঁধাঃ এমন কোন স্থান আছে। যেখানে মাকে দাদী, বৌকে মা, বাপকে বলে ভাই। উত্তরটা খুবই সোজা। একটু ভাবলে পেয়ে যাবে দিয়ে মাথা হাত?
উত্তরঃ অভিনয় মঞ্চ। এখানে অভিনয়ের খাতিরে যেকাউকে যা কিছু বলা হয়।
৯ ধাঁধাঃ হাত দিলে বন্ধ করে দেয়। খোলে সূর্য দয়ে। ঘোমটা দেওয়া স্বভাব তার মুখটি নাহি তোলে?
উত্তরঃ লজ্জাবতী ফুলগাছ বা লতা।
১০ ধাঁধাঃ খেলে ভরে না পেট। তবু খায় সবাই। তার প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয়?
উত্তরঃ বাতাস, বাতাস থেকে প্রথম অক্ষর বাদ দিলে তাস হয়।
১১ ধাঁধাঃ নয়নে নয়নে থাকে দেখতে হয় সুন্দর। নয়নকে সুন্দর রাখে নয়নের কেউই নয়। কে সে?
উত্তরঃ কাজল।
১২ ধাঁধাঃ ফস করে রেগে যায়, ধপ করে জ্বলে। বাক্স এ সারি সারি ঘুমে থাকে পড়ে?
উত্তরঃ দেশলাই।
বুদ্ধির ধাঁধা । বিজ্ঞান গনিত নিয়ে ধাঁধা
১২ ধাঁধাঃ দশটি মাথা একটি হাত চলমান তাঁবু। রোদে-জলে তাঁবু মেলে হেটে যান বাবু।কে সে?
উত্তরঃ ছাতা।
১৩ ধাঁধাঃ মাথা ৩ টি। মুখ ১ টি। ক্ষুধা মোটে পায়না। খেতে দিলে খেতে থাকে পেট তবু ভরে না।কে সে?
উত্তরঃ মাটির চুলা।আগুন জ্বালিয়ে দিলে জলতেই থাকে।
১৪ ধাঁধা চার পায়ে বসি আমরা। আট পায়ে চলি। বাঘও নই ভাল্লুকও নই তবু আস্ত কাঁধে ঝুলি।
উত্তরঃ পালকি, পাল্কির মধ্যে মানুষ নেওয়াকে বুঝিয়েছে।
১৫ ধাধাঃ ব্যবহার করার জন্য এমন একটি জিনিস যাকে ভাঙতেই হবে?
উত্তরমুছুনউত্তরঃ ডিম। ভাঙ্গা ছাড়া খাওয়া যায় না।
১৬ ধাঁধাঃ কোন মূলের ফুল লাল হয়?
উত্তরঃ শিমূল ফুলের।
১৭ ধাঁধাঃ আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ বাদ দিলে কত থাকে?
উত্তরঃ শূন্য থাকে।
১৮ ধাঁধাঃ অনেক বড় আঙিনা। ঝাড় দিয়েও শেষ করা যায় না।আবার কতো ফুল ফুটে আছে সেখানে।যার নাই কোনো তুলনা। জিনিসটি কি?
উত্তরঃ আকাশ ও আকাশ ভরা তারা।
১৯ ধাঁধাঃ কোন জামা কেউ কখনো গাঁয়ে দেয় না?
উত্তরঃ পায়জামা কেউ গায়ে দেয় না।
২০ ধাঁধাঃ হাঁড়ির ভিতর বালি, তার ভিতর হাজার ছেলে নাচে। একটু পরই হয় সে খাবার তপ্ত চুলার ধাপে। জিনিসটি কি?
উত্তরঃ মুড়ি ভাজার প্রক্রিয়া।
২১ ধাঁধাঃ আন্ধার ঘরে থাকে। নড়াচড়া করে একটুখানি খাবার পেলে খাবলে খাবলে ধরে। জিনিসটি কি?
উত্তরঃ জিহ্বা, মুখের মধ্যে থাকে।
২২ ধাধাঃ আমি কাদাঁই, আমি হাসাই, আমি প্রাণি না, আমায় দেখে সবাই ক্ষনিক ভোলে ব্যাথার সব বানী। আমি কে?
উত্তরঃ সিনেমা বা নাটক বা কোন ঘটনার দ্বারা তৈরি ভিডিও।
২৩ ধাঁধাঃ কান নাই মাথা নাই, আবার পেট ভরে খায়। কাম নাই কাজ নাই, মাথা নিয়ে ঘুমায়। কে আমি?
উত্তরঃ বালিশ।
২৪ ধাঁধাঃ এতটুকু ঘরখানি চুনকাম করা কোনো মিস্ত্রির সাধ্য নাই ভাইঙ্গা আবার করার। জিনিসটি কি?
উত্তরঃ ঝিনুক, ভেঙ্গে আবাড় গড়ার সাধ্য কারোর নাই।
২৫ ধাঁধাঃ চারি দিকে কাঁটা দিয়ে ঘেরা। আছে মাথায় আবার মুকুট। সে কোন খান সাহেব?
উত্তরঃ আনারস ফল।
বুদ্ধির ধাঁধা উত্তর সহ । কিছু অসাধারণ মজা আর এবং বুদ্ধির ধাধা
২৬ ধাঁধাঃ আমার মা যখন যায় তোমার মার পাশে হয়। তখন ২ মা হারিয়ে যায় নানার পুত্র হয় শেষে। কি হয়?
উত্তরঃ মামা হয়।
২৭ ধাঁধাঃ ৩ অক্ষরের এমন একটি দেশ পেট কাটলে আমরা খাই যে বেশ।
উত্তরঃ আসাম, মাঝের অক্ষর বাদ দিলে আম হয়.
Click Now ঃ function calculateAge(date)
উত্তরমুছুন{
const now = new Date();
const diff = Math.abs(now - date );
const age = Math.floor(diff / (1000 * 60 * 60 * 24 * 365));
return age
}
https://welftionnewslove.blogspot.com/p/english-language-zero-to-hero-share-by.html?m=1
https://welftionnewslove.blogspot.com/2022/09/blog-post.html?m=1
Welftion Is Love Of Welfare.
উত্তরমুছুন✆ +8809638608760
🔍 #WELFTION/#وعلفسن/#ওয়েলফশন
Details
___________________________
Welftion Human Welfare Association is a collective organization of welfare people of the world. The aim of which is to unite welfare seekers, education enthusiasts, Welftion enthusiasts, knowledge enthusiasts and aspirants to unite for welfare and work for the welfare of humanity with honesty and integrity, to build a beautiful society. To promote education awareness. The main goal of Welftion (Welfusion) is to improve the quality of life of people through the spread and development of education, honesty and welfare in the world. Welfare, Education, Lead, Friend, Truth, Investigator, Organization, Necessary. WELFTION
কল্যাণময়/ ভালো/উপকারী/ কল্যাণমুলক বিষয়ে আমাদের #Hashtag #হ্যাস_ট্যাগ #WELFTION #وعلفشن #ওয়েলফশন গুলো ব্যাবহার করুন। আপনার যে কোনো পরিকল্পনা, পরামর্শ, উপদেশ বা কথা আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট এর মাধ্যমে আপনার নাম ঠিকানা গোপন রেখে। আপনার সৃজনশীলতা আপনার দক্ষতা শেয়ার করুন। বাংলা,ইংরেজি, বিজ্ঞান, গণিত, আরবি কবিতা, গল্প, উপন্যাস, ছন্দ, মেসেজ ধাঁধা কিংবা আপনারা যা ইচ্ছে। তবে তা যেন ক্ষতিকর কিছু না হয়। আমাদের নীতিমালা যেন লঙ্ঘন না হয় তা অবশ্যই খেয়াল রাখবেন। অপেক্ষা না করে এখনি লিখে কমেন্ট করুন আপনার কথা।
➤∞ক্লিক করুন.. https://lnkd.in/ezxHnBZX WELFTION is Love Of Welfare. 🔍 #WELFTION / وعلفشن# / #ওয়েলফশন কল্যাণময়/ শিক্ষনীয়/সত্য/ভালো/উপকারী/ কল্যাণমুলক বিষয়ে আমাদের #Hashtag #WELFTION #وعلفشن #ওয়েলফশন #হ্যাস_ট্যাগ গুলো ব্যাবহার করুন। "আল্লাহ্ আমাদের ভালো করুন" Welftion info Welftion Welfare Welftion Human ওয়েলফশন কল্যাণ ওয়েলফশন মানব কল্যাণ সংঘ " May Allah Bless Us" Welftion org welftion xyz Welftion com Welftion is Love Of Welfare. Click Now : https://lnkd.in/eVWZdj3U Click : https://lnkd.in/er9qcmXt Promote By, 🔍 ☮️#Al_Towfiqi_Family / #আল_তৌফিকী_পরিবার / عائلة_التوفيقي# 🌐 https://lnkd.in/eQY3yfnY একটা সাইট যেখানে শুধু মাত্র উপকারী ভালো বিষয় গুলোই থাকবে।
https://www.linkedin.com/in/welftion-human-welfare-association-welftion-office-354627250