রোযা আসতেই চারিদিকে একটা আলোড়ন পড়ে যায়। অফিস টাইম পালটে যায়। বদলায় স্কুল-কলেজের সময়সূচি, কখনোবা পুরো মাস ছুটি! পেপার, বিলবোর্ড আর শপিং মল জুড়ে ঈদ-ফ্যাশন, মোটা মোটা ঈদ সংখ্যার ম্যাগাজিন। জিনিসপত্রের দাম বাড়া নিয়ে গৎবাঁধা টেলিভিশন রিপোর্ট, মধ্যবিত্ত বাবার পকেট ক্যালকুলেটর টিপে বোনাস আর ঈদের খরচের চুলচেরা হিসাব। সদ্য কৈশোর পেরোনো তরুণ-তরুণীদের হাল ফ্যাশনের জামা কেনা নিয়ে উৎকণ্ঠা, যুগের সাথে তাল মেলাতে ফাস্টফুড চেইন শপে ইফতারে চেক-ইন। ঈদ এগিয়ে আসে, বাড়তে থাকে শপিং মলের ভীড়। ব্যবসায়ীরা ফাস্ট ফরোয়ার্ড করে ১০দিনেই তারাউইহ নামাযের ঝামেলা সেরে নেন। কেনাবেচা চলে সারারাত। সাতদিন ব্যাপী সাতাশ চ্যানেলজুড়ে ঈদ অনুষ্ঠানমালার ভীড়ে মুখ লুকিয়েই যেন বিদায় নেয় রমাদান। অথচ এই রমাদানকে ঘিরেই এত আয়োজন, এত ব্যস্ততা। ব্যাপারটা অনেকটা এমন যে, প্রিয় কারো চিঠি এলো নীল খামে করে। অথচ চিঠি পড়ে রইল অবহেলায়, আনকোরা ভাঁজে। খামের রঙ আর সুগন্ধীতেই মশগুল রয়ে গেল প্রাপক। প্রতি বছর এমনিভাবেই অমূল্য অনেক চিঠি নিয়ে আসে রমাদান। এর আগমনী পয়গাম ঘোষণা করেছেন রাব্বুল ইজ্জাত, তাঁর কালামুল্লাহ-তে, ‘শাহরু রামাদান, আল্লাযী উনযিলা ফিহিল কুরআন’- বরকতময় রমাদান, এতেই নাযিল হয়েছে কুরআন। রমাদান নিয়ে আসে কুরআনের চিঠি, আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার দিকে এগিয়ে যাওয়ার পথনির্দেশ সম্বলিত চিঠি, ক্ষুধার্তের ক্ষুধা আর অভাবীর অভাব অন্তর দিয়ে অনুভব করে কেঁদে ওঠার চিঠি। অন্ধকার অভ্যেসগুলোকে বিদায় জানিয়ে আলোর হাতছানির চিঠি। আমাদের রবের সাথে নিত্যদিন যোগাযোগ করার ঠিকানা আর উপায়ের চিঠি। কুরআনের অন্তরঙ্গতার চিঠি, তাহাজ্জুদের গোপন চিঠি। ইফতার আর সুহুরের আমন্ত্রণ, তারাউইহ আর ইতিকাফের নিমন্ত্রণের চিঠি। রমাদানের এই চিঠিগুলোকে পড়ে শোনাতে, খাম খুলে পড়ে দেখার প্রেরণা যোগাতে আমরা নিয়ে আসছি, রমাদানের চিঠি। ছোট ছোট চিরকুট ভিডিও বার্তার মাধ্যমে আমাদেরকে রমাদানের চিঠিগুলো পড়ে শোনাবেন মাওলানা আবু তাসমিয়া আহমেদ রফিক (হাফিযাহুল্লাহ)। আসছে রমাদানে, আপনি প্রস্তুত তো আপনার চিঠি বুঝে পেতে? আমাদের সাথে থাকুন ফেসবুকে: facebook.com/raindropsmedia আমাদের ওয়েবসাইট: www.raindropsmedia.org
রামাদানের চিঠি - পর্ব ০২ - প্রথম পদক্ষেপ
কুরআনে আল্লাহ তা’আলা সূরা ফাতিরের একটি আয়াতে তিন ধরণের লোকের কথা উল্লেখ করেছেন। এক ধরণের লোক হচ্ছে তারা যাদের সাথে দ্বীনের কোনো সম্পর্ক নেই বললেই চলে, আরেক ধরণের লোক হল তারা, যারা ঈমান এনেছে ঠিকই কিন্তু তারা এই পথে তেমন ত্যাগ-তিতিক্ষা করতে রাজি নয়। তৃতীয় আরেকদল লোক হচ্ছে তারা, যারা ঈমান এনেছে ও সেই পথে অগ্রগামী হয়েছে, দ্বীনের পথে নিজেদের সর্বস্ব ঢেলে দিয়েছে -- একটা দুনিয়াবি মানুষ যেভাবে করে ভালো “ক্যারিয়ার” এর পেছনে ছোটে, তৃতীয় শ্রেণির এই ঈমানদাররা তেমন করে ইসলামের পেছনে ছোটে, দ্বীন ইসলামই তাদের ক্যারিয়ার! রামাদানের চিঠির ৩য় পর্বে হাফেয আবু তাসমিয়া আলোচনা করেছেন কীভাবে আমরা এই অগ্রবর্তী দলে নিজেরা স্থান করে নিতে পারি, সে জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে তিনি কিছু কথা বলছেন আর তা হল জ্ঞান অর্জন। কেউ যদি জান্নাতে বড় কিছু চায়, তাহলে অবশ্যই তাকে “একটু বেশি”ই জানতে হবে! Audio Download Link: https://archive.org/download/Ramadane... আমাদের সাথে থাকুন ফেসবুকে: facebook.com/raindropsmedia আমাদের ওয়েবসাইট: www.raindropsmedia.org
হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু তা'আলা বলেছেন, সাওম একমাত্র আমার জন্য এবং আমি স্বয়ং এর প্রতিদান দিব। এই হাদিসটিতে আল্লাহ সুবহানাহু তা'আলা সাওমকে নিজের জন্য বলেছেন। সাওমের ক্ষেত্রে কেন বিশেষভাবে এটা আল্লাহর জন্যই বলা হয়েছে? স্বয়ং আল্লাহ সুবহানাহু তা'আলায় এর প্রতিদান দিবেন। এই প্রতিদানের স্বরুপটা কী হতে পারে? রামাদানের চিঠির এই পর্বে হাফেয আবূ তাসমিয়া এই হাদিসটির উপর সংক্ষিপ্ত আলোচনা করেছেন।
আল্লাহকে কেমন করে ভালোবাসা যায়? -- রামাদানের চিঠির ৫ম পর্বে হাফিয আবু তাসমিয়া সে বিষয়েই আলোচনা করেছেন। রেইন্ড্রপ্স অফিশিয়াল ফেসবুক পেইজঃ https://www.facebook.com/raindropsmedia/ টাইটেল -------------- রামাদানের চিঠি - পর্ব ০৫ - কীভাবে আল্লাহকে ভালোবাসবো (১) রামাদানের চিঠি - পর্ব ০৫ - কীভাবে আল্লাহকে ভালোবাসবো (১) রামাদানের চিঠি - পর্ব ০৫ - কীভাবে আল্লাহকে ভালোবাসবো (১) কি-ওয়ার্ডসঃ রামাদানের চিঠি,আবু তাসমিয়া,ভালোবাসার চিঠি,raindrops media 2015,সায়েখ আবু তাসমিয়া,bangla kobita abritti,the guidance,abdur razzak bin yousuf,bangla waz,baseera media,ummah network,bangla islamic lecture,ekjon nekkar strir golpo - dr manzur e elahi,sheikh tamim adnani,আব্দুর রাজ্জাক বিন ইউসুফ,মুফতি কাজী ইব্রাহীম 2018,ইসলামিক ভিডিও,ইসলামিক কাহিনী,শাইখ তামিম আল আদনানী,voice of islam,bangla seerah,বাংলা তাওহীদ সিরিজ,দেলোয়ার হোসেন সাঈদী
ওয়েলফশন মানবকল্যাণ সংঘ যা বিশ্বের কল্যাণকামী মানুষের সম্মিলিত সংগঠন। যার লক্ষ্য কল্যাণকামীদের একত্রিত করা,শিক্ষা অনুরাগী, কল্যাণ অনুরাগী, জ্ঞান অনুরাগী এবং কল্যাণের জন্য একতাবদ্ধ হতে আকাঙ্ক্ষীদের নিয়ে সততা ও ন্যায়নিষ্ঠার সাথে একতাবদ্ধ হয়ে মানবতার কল্যাণে কাজ করে, সুন্দর সমাজ গড়া। শিক্ষা সচেতনতার প্রচার করা। বিশ্বে শিক্ষা, সততা ও কল্যাণের প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো ওয়েলফশনের প্রধান লক্ষ । Welfare,Education,Lead,Friend,Truth,Indagator,Organization,Necessary WELFTION
একটি মন্তব্য পোস্ট করুন
ওয়েলফশন মানবকল্যাণ সংঘ যা বিশ্বের কল্যাণকামী মানুষের সম্মিলিত সংগঠন।
যার লক্ষ্য কল্যাণকামীদের একত্রিত করা,শিক্ষা অনুরাগী, কল্যাণ অনুরাগী, জ্ঞান অনুরাগী এবং কল্যাণের জন্য একতাবদ্ধ হতে আকাঙ্ক্ষীদের নিয়ে সততা ও ন্যায়নিষ্ঠার সাথে একতাবদ্ধ হয়ে মানবতার কল্যাণে কাজ করে, সুন্দর সমাজ গড়া। শিক্ষা সচেতনতার প্রচার করা। বিশ্বে শিক্ষা, সততা ও কল্যাণের প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো ওয়েলফশনের প্রধান লক্ষ ।
Welfare,Education,Lead,Friend,Truth,Indagator,Organization,Necessary
WELFTION