ধূলিমলিন উপহার: রামাদান | নফসকে শেকলবদ্ধ করুন
ধূলিমলিন উপহার: রামাদান | নফসকে শেকলবদ্ধ করুন
আমরা সবাই চাই আল্লাহর তা’আলার সাথে আমাদের সম্পর্ক যেন একদম মজবুত হয়, কিন্তু ইচ্ছা থাকলেও আমরা অনেকেই সেটা পারি না। দ্বীনের উপর চলতে গিয়ে বারবার আমাদের পা ফসকে যায়, ঈমানে চলে আসে দুর্বলতা। আর আমাদের নফস তো গুনাহের দিকেই ঝুঁকে থাকে। তাহলে এই সব কিছু থেকে মুক্ত হয়ে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক মজবুত করার উপায় কী? এই উপায় আল্লাহই আমাদের জানিয়ে দিয়েছেন। এবং এই উপায়কে কাজে লাগানোর জন্য তিনি আমাদের যে সকল নিয়ামত দিয়েছেন তার মধ্যে রামাদান একটি। রামাদান ই উপযুক্ত সময়, যাবতীয় পাপ, ইবাদতে দুর্বলতা আর অলসতা ঝেড়ে ফেলে আল্লাহর দিকে ছুটে আসার। রামাদানে শয়তান তো শেকল বদ্ধ থাকে, তারপরও কেন আমরা রামাদানেও পাপে জড়িয়ে পড়ি? রামাদানে অনেক অনেক ইবাদত করে আল্লাহকে খুশি করার দৃঢ় নিয়্যত থাকলেও কেনো আমরা নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি না? এই সব কিছুর ই সমাধান আছে, উপায়ও আছে যার মাধ্যমে রামাদানকে কাজে লাগিয়ে এমন জান্নাত অর্জন করা যায়,যার ছাদ হবে আল্লাহর আরশ। আমরা ধাপে ধাপে আপনাদের কাছে সেই চমৎকার উপায় গুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। আজ “ধূলিমলিন উপহার: রামাদান” অডিও সিরিজের প্রথম পর্বে আমরা জেনে নিব রামাদানে আমাদের নফস কে শেকল বদ্ধ করার উপায়। -------------------------------------------------------------------------------- ধূলিমলিন উপহার: পর্ব ১: নফস কে শেকল বদ্ধ করুন || Rain Drops Media. ধূলিমলিন উপহার: পর্ব ১: নফস কে শেকল বদ্ধ করুন || Rain Drops Media. ধূলিমলিন উপহার: পর্ব ১: নফস কে শেকল বদ্ধ করুন || Rain Drops Media. -------------------------------------------------------------------------------- কি-ওয়ার্ডসঃ ধূলিমলিন উপহার: পর্ব ১: নফস কে শেকল বদ্ধ করুন || Rain Drops Media,রমাদান ইয়া রমজান,রোজার দোয়া,rain drops media,the guidance,islamic video,ramadan kareem,ramadan recipes,bangla islamic lecture,48. bangla seerah defeat of the confederate army by rain drops media,বাংলা সীরাহ,মিরাজের ঘটনা মিরাজের অজানা কাহিনী অলৌকিক মিরাজ শবে মেরাজ,bangla seerah,nobider jiboni,shaikh tamim al adnani,ummah network,islamic golpo,voice of islam
মূসা আ আল্লাহ তা’আলাকে দেখতে চাইলেন। আল্লাহ তা’আলা একটি নির্দিষ্ট দিন আর সময় নির্ধারণ করে দিলেন মূসা আ এর সাথে কথা বলার জন্য। সেই বিশেষ দিন আর সময় যত নিকটবর্তী হচ্ছিল, মূসা আ তত বেশি সেই স্থানে পৌঁছানোর জন্য তাড়াহুড়া করছিলেন। আমরা কি কখনো ভেবে দেখেছি কেন তিনি ব্যস্ত ছিলেন আল্লাহর সাথে দেখা করার জন্য? আচ্ছা, মূসা আ তো রাসূল ছিলেন। আমরা সাধারণ মুসলিম। আমরা কি কখনো আল্লাহকে দেখার কথা ভেবেছি? বা আমাদের রবের সাথে কথা বলতে ব্যাকুলতা অনুভব করেছি? সালাফরা বলতেন, তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তবে সালাতে দাঁড়িয়ে যাও, আর যদি চাও আল্লাহ তোমার সাথে কথা বলবেন, তবে কুরআন পড়তে শুরু কর। দিনে পাঁচবার আমাদেরকে আহ্বান করা হয়, আল্লাহর সাথে কথা বলার জন্য, তাঁর সাথে সাক্ষাত করার জন্য। পাঁচ ওয়াক্ত সালাত তো আল্লাহর সাথে বান্দার সাক্ষাতের মতো। কিন্তু আযান শুনে কি আমরা আসলেই আল্লাহর সাথে কথা বলার জন্য, তাঁর সামনে দাঁড়ানোর নয় ব্যাকুলতা অনুভব করি? যেভাবে মূসা আ আল্লাহর সাথে কথা বলার জন্য ব্যাকুল ছিলেন। না, আমরা আসলেই আল্লাহর সাথে কথা বলার জন্য ব্যাকুল না, কারণ আল্লাহর প্রতি আমাদের ভালোবাসার মধ্যে মরিচা পড়েছে, কুরআন পড়ে আমাদের কোনো বোধোদয় হয় না, আমাদের অন্তরগুলোতে তালা পড়ে গেছে। কীভাবে আমাদের অন্তরগুলো মুক্ত হবে? যাতে আমরা সালাতে দাঁড়িয়ে আনন্দ অনুভব করতে পারি, প্রশান্তি অনুভব করতে পারি এই ভেবে যে, আমি আমার রবের সাথে কথা বলছি, আমার সবচেয়ে আপনজনের সাথে সাক্ষাত করছি? এই সব কিছু নিয়েই আমাদের আজকের পর্ব। “ধূলিমলিন উপহার: রামাদান” অডিও সিরিজের দ্বিতীয় পর্বে আলোচনা করা হয়েছে, আল্লাহর প্রতি আমাদের আকাঙ্ক্ষা আর ভালোবাসা পুনরুজ্জীবিত করার উপায় নিয়ে। বিস্তারিত:http://bit.ly/2rDzthW ------------------------------------------------------------------ ধূলিমলিন উপহার: পর্ব ২: আল্লাহর প্রতি আমাদের আকাঙ্ক্ষা || Rain Drops Media. ধূলিমলিন উপহার: পর্ব ২: আল্লাহর প্রতি আমাদের আকাঙ্ক্ষা || Rain Drops Media. ধূলিমলিন উপহার: পর্ব ২: আল্লাহর প্রতি আমাদের আকাঙ্ক্ষা || Rain Drops Media. ------------------------------------------------------------------ কি-ওয়ার্ডসঃ ধূলিমলিন উপহার: পর্ব ২: আল্লাহর প্রতি আমাদের আকাঙ্ক্ষা || Rain Drops Media, রমাদান সিরিজ, অডিও লেকচার।
\
Tags : ধূলিমলিন উপহার: রামাদান | নফসকে শেকলবদ্ধ করুন Bangla Islamic Reminder Muslim Kingdom
Welftion.blog
Seo Construction
I like to make cool and creative designs. My design stash is always full of refreshing ideas. Feel free to take a look around my Vcard.
- Welftion.blog
- February 04
- 145/7 Welftion Office Road,Welftion City,Muslim kingdom
- contact@welftion.com
- +8809638608760
একটি মন্তব্য পোস্ট করুন
ওয়েলফশন মানবকল্যাণ সংঘ যা বিশ্বের কল্যাণকামী মানুষের সম্মিলিত সংগঠন।
যার লক্ষ্য কল্যাণকামীদের একত্রিত করা,শিক্ষা অনুরাগী, কল্যাণ অনুরাগী, জ্ঞান অনুরাগী এবং কল্যাণের জন্য একতাবদ্ধ হতে আকাঙ্ক্ষীদের নিয়ে সততা ও ন্যায়নিষ্ঠার সাথে একতাবদ্ধ হয়ে মানবতার কল্যাণে কাজ করে, সুন্দর সমাজ গড়া। শিক্ষা সচেতনতার প্রচার করা। বিশ্বে শিক্ষা, সততা ও কল্যাণের প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো ওয়েলফশনের প্রধান লক্ষ ।
Welfare,Education,Lead,Friend,Truth,Indagator,Organization,Necessary
WELFTION