-->

শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

‘‘আপনি কি সে ব্যক্তিকে দেখেছেন যে তার প্রবৃত্তিকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে।’’

‘‘আপনি কি সে ব্যক্তিকে দেখেছেন যে তার প্রবৃত্তিকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে।’’

"এসো রবের সন্তুষ্টি অর্জনের জন্য জ্ঞান অর্জন করি, সততা ও ন্যায় নিষ্ঠার সাথে মানবতার কল্যাণে কাজ করি,সুন্দর সমাজ গড়ি " ~ #Welftion || #وعلفشن || #ওয়েলফশন  Welftion Love Of Welfare Promote By, #Al_Towfiqi_Family / #আল_তৌফিকী_পরিবার / #عائلة_التوفيقي / eayilat altawfiqi
‘‘আপনি কি সে ব্যক্তিকে দেখেছেন যে তার প্রবৃত্তিকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে।’’


একজন মু’মিনের যাবতীয় আনুগত্য ও অনুসরণ নিঃশর্তভাবে নিবেদিত হবে কেবলমাত্র আল্লাহ তা‘আলা ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্যে। রাজনৈতিক বা ধর্মীয় নেতাদের যে আদেশ বা নিষেধ পালন করলে আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য ও অনুসরণ হবে, কেবল সে ক্ষেত্রেই একজন মুসলিম তাঁদের আনুগত্য ও অনুসরণ করবে। আর যে ক্ষেত্রে আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্যতা হবে, সে ক্ষেত্রে কোনো কারণবশত বাহ্যত তাঁদের আনুগত্য ও অনুসরণ করলেও খুশী মনে অন্তর দিয়ে তাঁদের আনুগত্য করবে না। আনুগত্যের এ বিধান বর্ণনা প্রসঙ্গে মহান আল্লাহ বলেন,

﴿ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَ وَأُوْلِي ٱلۡأَمۡرِ مِنكُمۡۖ فَإِن تَنَٰزَعۡتُمۡ فِي شَيۡءٖ فَرُدُّوهُ إِلَى ٱللَّهِ وَٱلرَّسُولِ إِن كُنتُمۡ تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ ذَٰلِكَ خَيۡرٞ وَأَحۡسَنُ تَأۡوِيلًا ٥٩ ﴾ [النساء: ٥٩]

তোমরা আল্লাহ, তাঁর রাসূল ও তোমাদের মধ্যকার দায়িত্বপ্রাপ্তদের আনুগত্য কর। অতঃপর কোনো বিষয়ে সে দায়িত্বশীলদের সাথে তোমরা মতবিরোধ করলে সত্যিকারার্থে তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের উপর ঈমান এনে থাকলে বিরোধপূর্ণ সে বিষয়টিকে আল্লাহ ও তাঁর রাসূলের দিকে ফিরিয়ে দাও, এটা তোমাদের জন্য উত্তম এবং পরিণতির দিক থেকে তা খুবই ভাল।’’[1]

এ আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, কোনো বিষয়ে মতবিরোধ হলে বিনা দলীলে কেউ কারো কোনো কথা মানতে পারবে না; বরং সে ক্ষেত্রে সাধারণ ও ক্ষমতাশীন নির্বিশেষে সকলকেই আল্লাহ্‌ তা‘আলার কিতাব ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহীহ সুন্নাতের দিকে ফিরে আসতে হবে; কেননা, এ দু’টিই হচ্ছে যে কোনো বিবাদ মীমাংসার ফয়সালাদায়ক ও যে কোনো বিধান রচনা করার মূল উৎস। ধর্মীয় বা পার্থিব কোনো ক্ষেত্রেই ধর্মীয় নেতৃবৃন্দ বা জাতীয় সংসদের দ্বারা গৃহীত কোনো আইন বা সিদ্ধান্তই- তা বাহ্যত যতই কল্যাণকর হোক না কেন- কুরআন ও সহীহ হাদীসে বর্ণিত বিধান বা তাতে বর্ণিত মৌলিক নীতিমালার আওতাধীন হওয়ার ছাড়পত্র ব্যতীত বৈধ হতে পারে না। এর কারণ হচ্ছে-মানুষ একমাত্র আল্লাহরই সৃষ্টি, তাই তাদের সার্বিক জীবন পরিচালিত হবে তাঁরই দেওয়া হেদায়াত ও বিধানানুযায়ী। এ হেদায়াত ও বিধানই যে তাদের দুনিয়া-আখেরাতের যাবতীয় সুখ, শান্তি ও কল্যাণের নিয়ামক, সে সম্পর্কে আল্লাহ বলেন,

﴿فَإِمَّا يَأۡتِيَنَّكُم مِّنِّي هُدٗى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ٣٨ وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِ‍َٔايَٰتِنَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ٣٩ ﴾ [البقرة: ٣٨، ٣٩]

‘‘অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোন হেদায়াত আসে, তাহলে যারা আমার সে হেদায়াত অনুসরণ করবে, তাদের উপর না কোন ভয় আসবে, না তারা চিন্তাগ্রস্ত হবে। আর যারা তা অস্বীকার করবে এবং আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, তারাই হবে জাহান্নামবাসী, সেখানে তারা অনন্তকাল থাকবে।’’[2]

আল্লাহ যে মানুষের সার্বিক জীবন পরিচালনার একক বিধান দাতা, সে সম্পর্কে তিনি বলেন :

﴿إِنِ ٱلۡحُكۡمُ إِلَّا لِلَّهِ أَمَرَ أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّآ إِيَّاهُۚ ﴾ [يوسف: ٤٠]

‘‘হুকুম হবে একমাত্র আল্লাহ তা‘আলারই, তিনি তোমাদেরকে একমাত্র তাঁরই উপাসনা করতে নির্দেশ করেছেন।’’[3]

এ আয়াতের মর্ম হচ্ছে- তিনি মানুষের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবন পরিচালনার ক্ষেত্রে কুরআনুল কারীম ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহীহ হাদীসে প্রকাশ্যভাবে বা ইশারা ও ইঈিতে যে সব বিস্তারিত বিধান ও মৌলিক নীতিমালা দিয়েছেন, সাধ্যানুযায়ী তা পালন করার মধ্য দিয়েই জীবনের সার্বিক ক্ষেত্রে তাঁর আনুগত্যের উপাসনার বহিঃপ্রকাশ ঘটাতে তিনি আমাদের নির্দেশ করেছেন। এতে প্রমাণিত হয় যে, আমাদের জীবনকে শাসন করার জন্য কুরআনুল কারীম ও সহীহ হাদীসের দিকে প্রত্যাবর্তন না করে নিজ থেকে কোনো বিধান ও সিদ্ধান্ত গ্রহণ করার কোনো বৈধ অধিকার আমাদের নেই। কোনো ক্ষেত্রে কুরআনুল কারীম বা সহীহ হাদীসে সুস্পষ্ট বিধান থাকা সত্ত্বেও বা সে বিষয়ে তাতে বিধান রচনার জন্য কোনো মৌলিক নীতিমালা থাকা সত্ত্বেও সে সুস্পষ্ট বিধান বা নীতিমালা পরিহার করে রাজনৈতিক নেতৃবৃন্দ যদি জনগণের জন্য নিজ থেকে কোনো বিধান রচনা করেন, তা হলে আল্লাহর দৃষ্টিতে তারা নিজেদের প্রবৃত্তিকেই নিজেদের ইলাহ বানিয়ে থাকবেন। এ জাতীয় লোকদের ব্যাপারে আল্লাহ তা‘আলা বলেন :

﴿أَفَرَءَيۡتَ مَنِ ٱتَّخَذَ إِلَٰهَهُۥ هَوَىٰهُ﴾ [الجاثية: ٢٣]

‘‘আপনি কি সে ব্যক্তিকে দেখেছেন যে তার প্রবৃত্তিকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে।’’[4]


এ জাতীয় লোকদের ব্যাপারে আল্লাহর বক্তব্য হচ্ছে:

﴿وَمَنۡ أَضَلُّ مِمَّنِ ٱتَّبَعَ هَوَىٰهُ بِغَيۡرِ هُدٗى مِّنَ ٱللَّهِۚ﴾ [القصص: ٥٠]

‘‘আল্লাহর হেদায়াত ব্যতীত যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে, তাদের চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে।’’[5]

সাধারণ জনগণ যদি সে ধরনের কোনো বিধান বিনা প্রতিবাদে সন্তুষ্ট চিত্তে মেনে নেন, তা হলে তাদের অবস্থা ইয়াহূদী ও খ্রিষ্টানদের মতই হবে, যারা তাদের ধর্মীয় নেতৃবৃন্দের এ জাতীয় কর্মকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করার ফলে তাদেরকে রব বানিয়ে নিয়েছিল। তাদের সম্পর্কে আল্লাহ তা‘আলা বলেন,

﴿ ٱتَّخَذُوٓاْ أَحۡبَارَهُمۡ وَرُهۡبَٰنَهُمۡ أَرۡبَابٗا مِّن دُونِ ٱللَّهِ﴾ [التوبة: ٣١]

‘‘ইয়াহূদী ও খ্রিষ্টানরা তাদের পাদরী ও ধর্মযাজকদের আল্লাহর বদলে বহু রব বানিয়ে নিয়েছিল।’’[6]

এ আয়াতের ব্যাখ্যায় ‘আদী ইবন হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদীস বর্ণিত হয়েছে। উক্ত হাদীস শ্রবণ করার পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন : ‘‘হে রাসূল! আমরাতো তাদেরকে রব বানিয়ে নেই নি? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : তারা কোনো বস্তু হালাল বা হারাম বলে দিলে তোমরা কি তা গ্রহণ করো না? জবাবে আদী বলেন- হ্যাঁ, তা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : এটিই হচ্ছে তাদেরকে রব বানানোর শামিল।’’[7]

উপর্যুক্ত আয়াত ও হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, যারা কোনো রাজনৈতিক নেতা বা ধর্মীয় কোনো ইমাম বা কোনো মাযহাবের নিঃশর্ত আনুগত্য ও অন্ধ অনুসরণ করবে, তাঁদের গৃহীত বিধান বা মতামতের ভুল-শুদ্ধ বিচার না করে এর বিপরীতে কুরআনুল কারীম ও সহীহ হাদীস পাওয়া সত্ত্বেও চোখ বন্ধ করে অন্ধভাবে তাঁদের আনুগত্য ও অনুসরণ করবে, আল্লাহ তা‘আলা ও তাঁর রাসূলের দৃষ্টিতে তাদের পরিণতি ইয়াহূদী ও খ্রিষ্টানদের মতই হবে। বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে এ ধরনের অনুসরণ করার ব্যাপারে শাহ ওয়ালি উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (মৃত ১১৭৬ হি.) স্বীয় গ্রন্থ ‘হুজ্জাতুল্লাহিল বালিগাহ’তে এবং ক্বাযী সানাউল্লাহ পানিপথী (১১৮৩-১২২৫ হি.) তাঁর তাফসীরে মাযহারীতে মুসলিমদের জন্য সতর্কবাণী উচ্চারণ করেছেন। অন্ধ তাকলীদ হারাম হওয়া প্রসঙ্গে শাহ ওয়ালী উল্লাহ (রহ.) যা বলেছেন, তা সংক্ষেপে নিম্নে বর্ণিত হলো :

‘‘যিনি কোনো একটি বিষয়েও ইজতেহাদ করার মত যোগ্যতা অর্জন করবেন, তার পক্ষে সে বিষয়ে অপরের অন্ধ তাকলীদ করা হারাম। অনুরূপভাবে যার নিকট এ কথা সুস্পষ্ট হয়ে যায় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি আদেশ বা নিষেধ করেছেন এবং সে আদেশ বা নিষেধের ব্যাপারে বর্ণিত অন্যান্য সকল হাদীস অনুসন্ধান করে এবং এর পক্ষে বা বিপক্ষে যারা রয়েছেন, তাদের কথা-বার্তা অনুসন্ধান করে সে ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সে আদেশ বা নিষেধের কোনো মনসূখ বা রহিতকারী দলীল খুঁজে না পায়, অথবা বিষয়টি যদি এমন হয় যে, অধিকাংশ ইসলামী বিশেষজ্ঞগণ রাসূলের আদেশ বা নিষেধ সম্বলিত কোনো হাদীস গ্রহণ করে থাকেন, অথচ দেখা যায় যিনি তা গ্রহণের ক্ষেত্রে বিরোধিতা করছেন, তিনি কেবল কোনো ক্বিয়াস (রায়) অথবা ইজতেহাদ বা অনুরূপ কিছুর দ্বারা এর বিরোধিতা করছেন, এমতাবস্থায় সে যদি (তা অনুধাবন করার পরেও নিজের ইমাম বা মাযহাবের মতামত পালন করার জন্য) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সে হাদীসের বিরোধিতা করে, তখন বুঝতে হবে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাদীসের বিরোধিতার পিছনে তার অন্তরে গোপন নেফাকী বা প্রকাশ্য আহমকী ব্যতীত আর কোনো কারণ নেই।’’[8]

মাওলানা সানাউল্লাহ পানিপথী (১১৮৩-১১২৫ হি.) কুরআনুল কারীমে বর্ণিত :

﴿وَلَا يَتَّخِذَ بَعۡضُنَا بَعۡضًا أَرۡبَابٗا مِّن دُونِ ٱللَّهِۚ﴾ [ال عمران: ٦٤]

‘‘আমরা যেন পরস্পরকে রব হিসেবে গ্রহণ না করি।’’[9]এ আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন : ‘‘এখান থেকে বুঝা যায় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কোনো হাদীস যদি কারো নিকট কোনো প্রকার বিরোধ থেকে মুক্ত অবস্থায় সহীহভাবে প্রমাণিত হয় এবং এর কোনো রহিতকারীও তার নিকট প্রমাণিত না হয়, এমতাবস্থায় উদাহরণস্বরূপ ইমাম আবু হানীফা (রহ.) এর কোনো ফতোয়াও যদি এর বিপরীতে হয়, আর চার ইমামের কোনো ইমাম এ হাদীসের উপর ‘আমল করে থাকেন, তা হলে সে ব্যক্তির পক্ষে উক্ত হাদীসের উপর ‘আমল করা ওয়াজিব হয়ে যাবে। (এমতাবস্থায়) কঠিনভাবে তার মাযহাবকে আঁকড়ে ধরে থাকা যেন তাকে সে হাদীসের উপর ‘আমল করা থেকে বিরত না রাখে। কেননা, এমনটি করলে এতে আল্লাহকে ব্যতীত পরস্পরকে অসংখ্য রব বানানোর শামিল হবে।’’[10]

>
[1]. আল-কুরআন, সূরা নিসা : ৫৯।

[2]. আল-কুরআন, সূরা বাক্বারাহ : ৩৮, ৩৯।

[3]. আল-কুরআন, সূরা আন‘আম : ৫৭।

[4]. আল-কুরআন, সূরা জাছিয়াহ : ২৩।

[5]. আল-কুরআন, সূরা ক্বাসাস : ৫০।

[6]. আল-কুরআন, সুরা তাওবাহ : ৩১।

[7]. তিরমিযী, প্রাগুক্ত; কিতাবুত তাফসীর, বাব : নং- ৯।

[8].এ প্রসঙ্গে তিনি যা বলেছেন তা নিম্নরূপ:

إنما يتم (أي تحريم التقليد) فيمن له ضرب من الاجتهاد ولو في مسألة واحدة. و فيمن ظهر عليه ظهورا بينا أن النبي صلى الله عليه وسلم أمر بكذا و نهى عن كذا ، و أنه ليس بمنسوخ ، إما بأن يتتبع الأحاديث و أقوال المخالف و الموافق في المسألة فلا يجد لها نسخا. أو بأن يرى جما غفير من المتبحرين في العلم يذهبون إليه ، ويرى المخالف له لا يحتج إلا بقياس أو استنباط أو نحو ذلك ، فحينئذ لا سبب لمخالفة حديث النبي صلى الله عليه وسلم إلا نفاق خفي أو حمق جلي.

- দেখুন : আদ-দেহলভী , শাহ ওয়ালী উল্লাহ, হুজ্জাতুল্লাহিল বালিগাহ; (বৈরুত : দ্বারুল মা’রিফাহ, সংস্করণ বিহীন, সন বিহীন), পৃ. ১৫৪-১৫৬।

[9]. আল-কুলআন, সূরা আলে ইমরান : ৬৪।

[10].এ প্রসঙ্গে তিনি যা বলেছেন এর আরবী ভাষান্তর নিম্নরূপ :

ومن ههنا يظهر أنه إذا صح عند أحد حديث مرفوع من النبي صلى الله عليه وسلم سالما من المعارضة ، ولم يظهر له ناسخ ، وكان فتوى أبي حنيفة رحمه الله مثلا خلافه ، وقد ذهب على وفق الحديث أحد من الآئمة الأربعة، يجب عليه اتباع الحديث الثابت ، ولا يمنعه الجمود على مذهبه من ذلك ، لئلا يلزم اتخاذ بعضنا بعضا أربابا من دون الله.

দেখুন : পানিপতী, ক্বাযী সানাউল্লাহ, আত-তাফসীরুল মাজহারী, (দেহলী : এদারাতু এশাআতিল উলূম, সংস্করণ বিহীন, সন বিহীন), ২/৬৩-৬৪।
"এসো রবের (মহান সৃষ্টিকর্তার) সন্তুষ্টি অর্জনের জন্য জ্ঞান অর্জন করি, সততা ও ন্যায় নিষ্ঠার সাথে মানবতার কল্যাণে কাজ করি,সুন্দর সমাজ গড়ি "
~ #Welftion || #وعلفشن || #ওয়েলফশন 
Welftion Love Of Welfare
Promote By,
#Al_Towfiqi_Family / #আল_তৌফিকী_পরিবার / #عائلة_التوفيقي / eayilat altawfiqi

"এসো রবের সন্তুষ্টি অর্জনের জন্য জ্ঞান অর্জন করি, সততা ও ন্যায় নিষ্ঠার সাথে মানবতার কল্যাণে কাজ করি,সুন্দর সমাজ গড়ি " ~ #Welftion || #وعلفشن || #ওয়েলফশন  Welftion Love Of Welfare Promote By, #Al_Towfiqi_Family / #আল_তৌফিকী_পরিবার / #عائلة_التوفيقي / eayilat altawfiqi


তারা পরকালের চাইতে  পার্থিব জীবন পছন্দ করে

তারা পরকালের চাইতে পার্থিব জীবন পছন্দ করে

" তিনি ব্যতিত আর সব ধ্বংস হয়ে যাবে। "
" তিনি ব্যতিত আর সব ধ্বংস হয়ে যাবে। "  "এসো মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য জ্ঞান অর্জন করি, সততা ও ন্যায় নিষ্ঠার সাথে মানবতার কল্যাণে কাজ করি,সুন্দর সমাজ গড়ি " ~ #Welftion || #وعلفشن || #ওয়েলফশন  Welftion Love Of Welfare Promote By, #Al_Towfiqi_Family / #আল_তৌফিকী_পরিবার / #عائلة_التوفيقي / eayilat altawfiqi
"স্বর্ণের দাস অর্থের দাস ধ্বংস হোক।"

" তিনি ব্যতিত আর সব ধ্বংস হয়ে যাবে। "  "এসো মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য জ্ঞান অর্জন করি, সততা ও ন্যায় নিষ্ঠার সাথে মানবতার কল্যাণে কাজ করি,সুন্দর সমাজ গড়ি " ~ #Welftion || #وعلفشن || #ওয়েলফশন  Welftion Love Of Welfare Promote By, #Al_Towfiqi_Family / #আল_তৌফিকী_পরিবার / #عائلة_التوفيقي / eayilat altawfiqi

" তিনি ব্যতিত আর সব ধ্বংস হয়ে যাবে। "  "এসো মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য জ্ঞান অর্জন করি, সততা ও ন্যায় নিষ্ঠার সাথে মানবতার কল্যাণে কাজ করি,সুন্দর সমাজ গড়ি " ~ #Welftion || #وعلفشن || #ওয়েলফশন  Welftion Love Of Welfare Promote By, #Al_Towfiqi_Family / #আল_তৌফিকী_পরিবার / #عائلة_التوفيقي / eayilat altawfiqi
" তিনি ব্যতিত আর সব ধ্বংস হয়ে যাবে। "

"এসো মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য জ্ঞান অর্জন করি, সততা ও ন্যায় নিষ্ঠার সাথে মানবতার কল্যাণে কাজ করি,সুন্দর সমাজ গড়ি "
~ #Welftion || #وعلفشن || #ওয়েলফশন 
Welftion Love Of Welfare
Promote By,
#Al_Towfiqi_Family / #আল_তৌফিকী_পরিবার / #عائلة_التوفيقي / eayilat altawfiqi




আপনি কি তাকে লক্ষ্য করেছেন যে, আপন প্রকৃতিকে ইলাহী বলে গ্রহণ করেছে..?
" তিনি ব্যতিত আর সব ধ্বংস হয়ে যাবে। "





"এসো মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য জ্ঞান অর্জন করি, সততা ও ন্যায় নিষ্ঠার সাথে মানবতার কল্যাণে কাজ করি,সুন্দর সমাজ গড়ি "
~ #Welftion || #وعلفشن || #ওয়েলফশন 
Welftion Love Of Welfare
Promote By,
#Al_Towfiqi_Family / #আল_তৌফিকী_পরিবার / #عائلة_التوفيقي / eayilat altawfiqi

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

Welftion Love Of Welfare

Welftion Love Of Welfare

"এসো রবের সন্তুষ্টি অর্জনের জন্য জ্ঞান অর্জন করি, সততা ও ন্যায় নিষ্ঠার সাথে মানবতার কল্যাণে কাজ করি,সুন্দর সমাজ গড়ি " ~ #Welftion || #وعلفشن || #ওয়েলফশন  Welftion Love Of Welfare Promote By, #Al_Towfiqi_Family / #আল_তৌফিকী_পরিবার / #عائلة_التوفيقي / eayilat altawfiqi
Welftion Love Of Welfare 



WELFTION  is
         Love Of Welfare.

🔍 #WELFTION / وعلفشن# / #ওয়েলফশন

কল্যাণময়/ শিক্ষনীয়/সত্য/ভালো/উপকারী/ কল্যাণমুলক বিষয়ে  আমাদের #Hashtag  #WELFTION #وعلفشن #ওয়েলফশন #হ্যাস_ট্যাগ গুলো ব্যাবহার করুন।
"আল্লাহ্ আমাদের ভালো করুন"
#কল্যাণঅনুরাগী #কল্যাণের_ভালোবাসা #কল্যান_প্রেম خير# مذكرة#
Welftion Love Of Welfare
Welftion info
Welftion Welfare
Welftion Human
ওয়েলফশন কল্যাণ
ওয়েলফশন মানব কল্যাণ সংঘ

" May Allah Bless Us"

Welftion org
welftion xyz
Welftion com
Welftion is Love Of Welfare.
Welfare + Association = Welftion
কল্যাণঅনুরাগী
Click Now : https://www.google.com/search?q=Welftion+info

Click :
https://www.google.com/search?q=Welftion+ওয়েলফশন+وعلفشن

Promote By,
🔍 ☮️#Al_Towfiqi_Family / #আল_তৌফিকী_পরিবার / عائلة_التوفيقي#
🌐 https://welftioninfoshareplus.blogspot.com/

একটা সাইট যেখানে শুধু মাত্র উপকারী ভালো বিষয় গুলোই থাকবে।

কল্যাণময়/ ভালো/উপকারী/ কল্যাণমুলক বিষয়ে  আমাদের #Hashtag #হ্যাস_ট্যাগ #WELFTION #وعلفشن #ওয়েলফশন  গুলো ব্যাবহার করুন।

আপনার যে কোনো পরিকল্পনা বা কথা আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট এর মাধ্যমে আপনার নাম ঠিকানা গোপন রেখে।
আপনার সৃজনশীলতা আপনার দক্ষতা শেয়ার করুন। বাংলা,ইংরেজি, বিজ্ঞান, গণিত, আরবি কবিতা, গল্প, উপন্যাস, ছন্দ, মেসেজ ধাঁধা কিংবা আপনারা যা ইচ্ছে। তবে তা যেন ক্ষতিকর কিছু না হয়। আমাদের নীতিমালা যেন লঙ্ঘন না হয় তা অবশ্যই খেয়াল রাখবেন।

অপেক্ষা না করে এখনি লিখে কমেন্ট করুন আপনার কথা।

WELFTION
LINKS:
W - https://wa.me/message/MNXLLDBZFXHVJ1
🛡️ https://wa.me/8801518383566
E - https://encyclopedia.fandom.com/bn/wiki/Welftion_Love_Of_Welfare / https://welftion-human-welfare-association.fandom.com/wiki/Special:MobileVisualEditor?page=Welftion_Human_Welfare_Association_Wiki&section=1

L - https://www.linkedin.com/showcase/welftion-human-welfare-association-welftion-office/

F -
https://www.facebook.com/groups/WELFTION/?ref=share_group_link

T - https://twitter.com/welftion
I - https://www.instagram.com/welftion/?hl=en
O - https://opensourceconnections.com/?s=Welftion
N - https://www.notion.so/0bd34c8c55d84983942970e6d30aed12?v=dc9c6306e99e459e8bca7efefd1f75a1

WELFTION



"এসো রবের সন্তুষ্টি অর্জনের জন্য জ্ঞান অর্জন করি, সততা ও ন্যায় নিষ্ঠার সাথে মানবতার কল্যাণে কাজ করি,সুন্দর সমাজ গড়ি "

~ #Welftion || #وعلفشن || #ওয়েলফশন 

Welftion Love Of Welfare

Promote By,

#Al_Towfiqi_Family / #আল_তৌফিকী_পরিবার / #عائلة_التوفيقي / eayilat altawfiqi



ওয়েলফশন মানবকল্যাণ সংঘ যা বিশ্বের কল্যাণকামী মানুষের সম্মিলিত সংগঠন। যার লক্ষ্য কল্যাণকামীদের একত্রিত করা,শিক্ষা অনুরাগী, কল্যাণ অনুরাগী, জ্ঞান অনুরাগী এবং কল্যাণের জন্য একতাবদ্ধ হতে আকাঙ্ক্ষীদের নিয়ে সততা ও ন্যায়নিষ্ঠার সাথে একতাবদ্ধ হয়ে মানবতার কল্যাণে কাজ করে, সুন্দর সমাজ গড়া। শিক্ষা সচেতনতার প্রচার করা। বিশ্বে শিক্ষা, সততা ও কল্যাণের প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো ওয়েলফশনের প্রধান লক্ষ । Welfare,Education,Lead,Friend,Truth,Indagator,Organization,Necessary WELFTION Click : Now https://welftion-love-of-welfare.blogspot.com/2022/09/welftion_52.html?m=1

রবিবার, ৯ অক্টোবর, ২০২২

ক্যাডেট কলেজ || Cadet College

ক্যাডেট কলেজ || Cadet College

Welftion Love Of Welfare

Welftion Love Of Welfare

Welftion Love Of Welfare

Welftion Love Of Welfare

Welftion Love Of Welfare


সুপ্রিয় ২০২২ সালের ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ সাধারণ জ্ঞান বিষয় থেকে ১৩টি মডেল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব

সেনাবাহিনী (আর্মি নামেও পরিচিত যা ল্যাটিন armata থেকে উদ্ভূত যা প্রাচীন ফরাসি armée থেকে এসেছে) বা স্থল বাহিনী একটি যোদ্ধা বাহিনী যারা প্রধানত ভূমিতে যুদ্ধ করে। বৃহৎ অর্থে সেনাবাহিনী একটি দেশের সামরিক বাহিনীর স্থল শাখা। তবে ক্ষেত্রবিশেষে সেনাবাহিনীর উড্ডয়ন শাখাও থাকতে পারে।

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২২ প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষা হবে ৩ ধাপে। অনলাইনে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করার পর প্রথমে লিখিত পরীক্ষা হবে ৩০০ নম্বরে। এর পর মৌখিক পরীক্ষা (ভাইভা) ও স্বাস্থ্য পরীক্ষা।


আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে ৩ ডিসেম্বর ২০২১ তারিখ সকাল ৮টা থেকে ১৫ জানুয়ারি ২০২২ তারিখ বিকাল ৫টার মধ্যে। নির্বাচিত শিক্ষার্থীরা দেশের ১২টি ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে। দেশে সেনাবাহিনী পরিচালিত ১২টি ক্যাডেট কলেজের মধ্যে ৯টি ছেলেদের, ৩টি মেয়েদের।



লিখিত পরীক্ষা হবে ২৮ জানুয়ারি ২০২২ (শুক্রবার) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। লিখত পরীক্ষার মোট নম্বর ৩০০।

ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সময় মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে।

এক নজরে :

ক্যাডেট ভর্তি পরীক্ষার ধাপ

ক্যাডেট ভর্তি পরীক্ষার নাম্বার বণ্টন

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার সিলেবাস ও মানবন্টন ২০২২

ENGLISH – 100 Marks
গণিত – ১০০ নাম্বার
বাংলা – ৬০ নাম্বার
বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, তথ্য ও যােগাযােগ প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান – ৪০ নাম্বার
ক্যাডেট কলেজ ভর্তি সিলেবাস ২০২২ ও মান বণ্টন
cadet college admission test 2022 syllabus [ Video ]
ক্যাডেট ভর্তি পরীক্ষার ধাপ
ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা হবে ৩ ধাপে-

লিখিত পরীক্ষা – ৩০০ নম্বর;
মৌখিক পরীক্ষা – ৫০ নম্বর;
স্বাস্থ্য পরীক্ষা।
ক্যাডেট ভর্তি পরীক্ষার নাম্বার বণ্টন
বিষয় নাম্বার
ইংরেজি ১০০
গণিত ১০০
বাংলা ৬০
বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান ৪০
সর্বমোট নাম্বার = ৩০০
ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার সিলেবাস ও মানবন্টন ২০২২
ENGLISH – 100 Marks
1st Paper: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কতৃক প্রকাশিত English For Today বইটি।

Grammar :

Sentence.
Parts of Speech.
Gender.
Number.
Punctuation and use of capital letters.
Tense.
Subject and Predicate.
Agreement of Subject and Verb.
Transformation of sentences.
Correct form of verbs
Contractions.
Re-arrange jumbled words to make sentences
Spelling.
Phrases and Idioms.
Open Ended :
• Paragraph writing.
• Story writing from given outline.
• Comprehension.
• Argumentative Essay.

গণিত – ১০০ নাম্বার
• স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ।
• অনুপাত ও শতকরা।
• পূর্ণসংখ্যা।
• বীজগণিতীয় রাশি।
• সরল সমীকরণ।
• জ্যামিতির মৌলিক ধারণা।
• ব্যবহারিক জ্যামিতি।
•তথ্য ও উপাত্ত।
• বুদ্ধিমত্তা বিষয়ক অংক।

বাংলা – ৬০ নাম্বার
ব্যাকরণ
• ভাষা ও বাংলা ভাষা, ধ্বনিতত্ত্ব, রুপতত্ত্ব, বাক্যতত্ত্ব, বাগর্থ।
• শব্দ ও পদ পরিচয়ঃশব্দ, পদ, পদের শ্রেণিবিভাগ, পদ পরিবর্তন, বিপরীত শব্দ, দ্বিরুক্ত শব্দ ও সংখ্যাবাচক শব্দ।
• লিঙ্গ।
• বচন।
• ক্রিয়ার কালঃ শ্রেণিবিভাগ ও প্রয়ােগ।
• কারক।
• বাগধারা।
• এক কথায় প্রকাশ।
• বিরাম চিহ্ন।

নির্মিতি/রচনারীতি
• ভাব-সম্প্রসারণ।
• অনুচ্ছেদ লিখন/যুক্তিভিত্তিক অনুচ্ছেদ (১০-১৫ বাক্য)।
• অনুধাবন।
• সারাংশ ও সারমর্ম।নিচের লিংক থেকে ডাউনলোড করো!

বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, তথ্য ও যােগাযােগ প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান – ৪০ নাম্বার
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস।
বিশ্ব ও বাংলাদেশের ভৌগলিক বিষয়।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী।
বিশ্ব ও বাংলাদেশের চলতি ঘটনাবলি।
বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ।
বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি।
খেলাধুলা।
সাধারণ বিজ্ঞান।
পরিবেশ ও দৈনন্দিন জীবন।
তথ্য ও যােগাযােগ প্রযুক্তি।
ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার সিলেবাস pdf পাওয়া যাবে এই লিংকে :
https://cadetcollege.army.mil.bd/




লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজরদেরকে জুনিয়র অফিসার বলা হয় (জুনিয়র কমিশন্ড অফিসার নয়)। অপরদিকে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল পদবিধারী ব্যক্তিদেরকে সংক্ষেপে জেনারেল বলা হয় যদিও শুধু জেনারেল নামের আরও একটি পদমর্যাদা আছে আর ব্রিগেডিয়ার জেনারেলদেরকে সংক্ষেপে ব্রিগেডিয়ার বলা হয় যদিও এ পদবিতে জেনারেল অনুসর্গ আছে।

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হন চার তারকা এয়ার চিফ মার্শাল পদমর্যাদার একজন কর্মকর্তা। বিমান বাহিনীর বর্তমান প্রধান হচ্ছেন এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান যিনি ১২ জুন ২০২১ সালে দায়িত্ব গ্রহণ করেন।

এস এম শফিউদ্দিন আহমেদ (জন্ম: ১ ডিসেম্বর ১৯৬৩) বাংলাদেশ সেনাবাহিনীর একজন জেনারেল। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান হিসেবে নিয়োগপত্র লাভ করেন, যা ২৪ জুন ২০২১ থেকে পরবর্তী ৩ বছরের জন্য কার্যকর হয়।

বর্তমানে সেনাবাহিনীতে একজন জেনারেল, ৫জন লেফটেন্যান্ট জেনারেল এবং ৫১জন মেজর জেনারেল রয়েছে।

১৯৫৮ সালে ফৌজদারহাট ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে ক্যাডেট কলেজের যাত্রা শুরু হয় । বর্তমানে বাংলাদেশে ছেলেদের ৯টি এবং মেয়েদের ৩টি সহমোট ১২টি ক্যাডেট কলেজ রয়েছে।

ক্যাডেট কলেজ সামরিক বাহিনী পরিচালিত বিশেষ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ধারণার সৃষ্টি হয় সামরিক বাহিনীতে যোগ্য কর্মকর্তা তৈরির চেতনা থেকে। বিসমার্ক প্রথম জার্মানিতে ক্যাডেট কলেজ ধারণার প্রবর্তন করেন। পরবর্তীকালে নেপোলিয়ান ফ্রান্সে এই ব্যবস্থা চালু করেন এবং সবশেষে পাকিস্তান ও তৎকালীন পূর্ব পাকিস্তানে এই শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হয়। ইংল্যান্ডের উন্নতমানের পাবলিক স্কুলের সাথে এর আদর্শগত সামঞ্জস্য রয়েছে। ক্যাডেট কলেজ মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক সমন্বিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বর্তমানে মূলত পাকিস্তান ও বাংলাদেশে জনপ্রিয়তা লাভ করেছে। এই দুইটি দেশেই ঠিক ক্যাডেট কলেজ নামীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাতন্ত্র্য বজায় রেখে চলেছে। ক্যাডেট কলেজ বলতে বিশেষ ধরনের সামরিক স্কুল বোঝালেও সকল সামরিক স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানকেই ক্যাডেট কলেজ বলা যাবে না। কেবল বাংলাদেশ ও পাকিস্তানেই এই নামটি ব্যবহৃত হয়ে থাকে।


জাতিসংঘের বর্তমান মহাসচিব হিসেবে পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস ১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্বভার গ্রহণ করেন। ৩১ ডিসেম্বর, ২০১১ সালে বান কি মুনের প্রথম দফার মেয়াদকাল শেষ হয়। পরবর্তীতে কোনরূপ বিরোধিতা না আসায় ২১ জুন, ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মুন দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিবরূপে দায়িত্ব পালন করছেন।

গত ১৩ সেপ্টেম্বর ২০২২ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশনের উচ্চ পর্যায়ের বিতর্ক পর্ব শুরু হচ্ছে আজ ১৯ সেপ্টেম্বর থেকে। উচ্চ পর্যায়ের বিতর্ক পর্বে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল আগমীকাল ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন। পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবারের অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন। নিউইয়র্ক আসার আগে মাননীয় প্রধানমন্ত্রী ১৫-১৯ সেপ্টেম্বর ২০২২ যুক্তরাজ্য সফর করছেন। নিউইয়র্কের সফর শেষে তিনি ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে অবস্থান করবেন।


প্রশ্ন : যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয়?
উত্তর : ১৮৬৩ সালে।
প্রশ্ন : বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
উত্তর : শ্রীমাভো বন্দরনায়েক।
প্রশ্ন : ট্র্যান্স প্যাসিফিক পার্টনারশিপের (টিপিপি) সম্ভাব্য নতুন নাম কী?
উত্তর : টিপিপি মাইন্যাস ১।
প্রশ্ন : আল শাবাব কোন দেশের সংগঠন?
উত্তর : সোমালিয়া।
প্রশ্ন : ইন্টারপোলের সদর দফতর কোথায়?
উত্তর : লিও।
প্রশ্ন : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নিয়েছেন?
উত্তর : ২০ জানুয়ারি ২০১৭।
প্রশ্ন : ঘঅঞঙ-এর সদর দফতর কোথায়?
উত্তর : বেলজিয়াম।
প্রশ্ন : সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ?
উত্তর : ইন্দোনেশিয়া।
প্রশ্ন : গুয়ানতানামো বে কোথায় অবস্থিত?
উত্তর : কিউবা।
প্রশ্ন : দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন খান দ্বারা যুক্ত?
উত্তর : পানামা খাল।
প্রশ্ন : সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : ধর্মপাল।
প্রশ্ন : মালেশিয়ার মুদ্রার নাম কী?
উত্তর : রিংগিত।
প্রশ্ন : সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই?
উত্তর : বুধ।

বাংলা– সেট: ১
প্রশ্ন ১: ‘সততার পুরস্কার’ গল্পে কিসের জয় হলো?

উত্তর: সততার

প্রশ্ন ২: হজরত মুসা (আ.) প্রবর্তিত ধর্মের অনুসারীদের কী বলা হয়?

উত্তর: ইহুদি

প্রশ্ন ৩: ‘সর্বাঙ্গ’ অর্থ কী?

উত্তর: সারা শরীর

প্রশ্ন ৪: ‘নূর’ শব্দের অর্থ কী?

উত্তর: জ্যোতি

প্রশ্ন ৫: ‘বেজার’ অর্থ কী?

উত্তর: অখুশি

প্রশ্ন ৬: ফেরেশতা ইহুদিদের কী পরীক্ষা করতে এসেছিলেন?

উত্তর: সততা

প্রশ্ন ৭: কবি আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

উত্তর: গণকণ্ঠ

প্রশ্ন ৮: ফাল্গুন বাংলা বছরের কততম মাস?

উত্তর: একাদশতম মাস

প্রশ্ন ৯: হুমায়ুন আজাদ রচিত গবেষণাগ্রন্থের নাম কী?

উত্তর: বাক্যতত্ত্ব

প্রশ্ন ১০: মিনুর মুখ থেকে বের হওয়া কুই কুই কুই শব্দ কিসের অভিব্যক্তি?

উত্তর: উচ্ছ্বসিত আনন্দের

গণিত - সেট: ১
প্রশ্ন ১: ৪টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে কী বলে?

উত্তর: চতুর্ভুজ।

প্রশ্ন ২: যে চতুর্ভুজের চারটি কোণই সমকোণ তাকে কী বলে?

উত্তর: আয়ত।

প্রশ্ন ৩: প্রতিটি কাপের ওজন ০.৩ কেজি হলে ৫টি কাপের ওজন কত?

উত্তর: ১.৫ কেজি

প্রশ্ন ৪: শতকরা কী?

উত্তর: শতকরা হলো এমন একটি অনুপাত, যা ১০০-এর ভগ্নাংশরূপে প্রকাশ করা হয়।

প্রশ্ন ৫: শতকরা লাভ (লাভ%) বা শতকরা ক্ষতি (ক্ষতি%) সব সময় কিসের ওপর হিসাব করা হয়।

উত্তর: ক্রয়মূল্যের ওপর

প্রশ্ন ৬: একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৫৬ টাকায় বিক্রয় করা হলে শতকরা কত লাভ হবে?

উত্তর: ১২%

প্রশ্ন ৭: বার্ষিক মুনাফার হার ৬%-এর অর্থ কী?

উত্তর: ১০০ টাকার ১ বছরের মুনাফা ৬ টাকা

প্রশ্ন ৮: বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বেশি হলে কী হয়?

উত্তর: ক্ষতি হয়

প্রশ্ন ৯: বিনিয়োগকৃত টাকাকে কী বলা হয়?

উত্তর: আসল

প্রশ্ন ১০: ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি হলে কী হয়?

উত্তর: লাভ হয়

প্রশ্ন:- করোনা কোন ভাষার শব্দ? উত্তর:- প্রাচীন গ্রিক শব্দ করোনা থেকে সপ্তদশ শতকের দিকে ল্যাটিন ভাষায় যুক্ত হয় করোনা শব্দটি।

প্রশ্ন:- করোনা শব্দের অর্থ কি? উত্তর:- পুষ্পমাল্য বা পুষ্পমুকুট

প্রশ্ন:- কোভিড ১৯ কোন ধরণের ভাইরাস? উত্তর:- RNA

প্রশ্ন:- এ পর্যন্ত করোনা ভাইরাসের কয়টি গোত্রের নাম পাওয়া গেছে? উত্তর:- ৭টি


GK Study Book
Menu
সাধারন জ্ঞানবাংলাদেশ বিষয়াবলীআন্তর্জাতিক বিষয়াবলীবিজ্ঞান ও প্রযুক্তিজানা অজানাMCQ Test
Homeবাংলাদেশ বিষয়াবলীসাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ও উত্তর
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ও উত্তরবাংলাদেশ বিষয়াবলী সাধারন জ্ঞান  March 8, 2022  0  uttam
সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ও উত্তর
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ও উত্তর

✬প্রশ্ন: বাংলাদেশ সরকারের ব্যাংকার কে?
উত্তর: বাংলাদেশ ব্যাংক।

✬প্রশ্ন: “বেইল আউট” শব্দটি কিসের সাথে জড়িত?
উত্তর: অর্থনীতি।

✬প্রশ্ন: Blue chip শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
উত্তর: শেয়ার বাজারে।

✬প্রশ্ন: কে ট্রেজারী বিল ক্রয় করতে পারেন?
উত্তর: বানিজ্যিক ব্যাংক।

✬প্রশ্ন: কোনটি বিশেষায়িত ব্যাংক নয়?
উত্তর: ইসলামী ব্যাংক।

✬প্রশ্ন: ট্যাক্স হলিডে কি?
উত্তর: সাময়িক ভাবে ট্যাক্স মওকুফ করা।

✬প্রশ্ন: ডি ম্যাট কি?
উত্তর: শেয়ার লেনদেনের ইলেক্ট্রনিক প্রক্রিয়া।

✬প্রশ্ন: প্রত্যক্ষ কর কোনটি?
উত্তর: আয়কর।

✬প্রশ্ন: বাংলাদেশ শেয়ারবাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে?
উত্তর: সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন।

✬প্রশ্ন: বাংলাদেশে কোন প্রতিষ্ঠানের শেয়ার সর্বপ্রথম লন্ডনে স্টক মার্কেটে লেনদেন শুরু হয়?
উত্তর: বেক্সিমকো ফার্মা ।

✬প্রশ্ন: বাংলাদেশে কয়টি পুঁজিবাজার আছে?
উত্তর: ২টি।

✬প্রশ্ন: শেয়ার বাজার কোন বাজারের অন্তর্ভূক্ত?
উত্তর: অর্থ বাজার ।

✬প্রশ্ন: বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়?
উত্তর: ১৯৯১ সালে ।

✬প্রশ্ন: বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মূদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
উত্তর: তৈরি পোষাক ।

✬প্রশ্ন: বাংলাদশে প্রথম রেডিক্যাশ চালু করে?
উত্তর: জনতা ব্যাংক ।

✬প্রশ্ন: ব্যাংক অর্থের প্রধান উৎস কি?
উত্তর: আমানত।

✬প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কতটি?
উত্তর: ৬টি।

✬প্রশ্ন: সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত?
উত্তর: ৬০ ভাগ।

✬প্রশ্ন: ভোমরা স্থল বন্দর কোন জেলায় অবস্থিত?
উত্তর: সাতক্ষীরা।

✬প্রশ্ন: বাংলাদেশে প্রথম কবে চা চাষ আরম্ভ হয় ?
উত্তর: ১৮৪০ সালে।

✬প্রশ্ন: গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
উত্তর: ৯ বর্গ কিলোমিটার ।

✬প্রশ্ন: অভিষেক ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন?
উত্তর: বাংলাদেশের মোঃ আশরাফুল ।

✬প্রশ্ন: প্রান্তিক হ্রদ কোন জেলার অবস্থিত?
উত্তর: বান্দরবান।

✬প্রশ্ন: বাংলাদেশে কোন বোলার টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করেন?
উত্তর: অলক কাপালী ।

✬প্রশ্ন: ইতিহাসে অভিষেক ইনিংসে ১০ নম্বরে ব্যাটকরতে নেমে সবচেয়ে বেশি বাউন্ডারী মারেন কে?
উত্তর: আবুল হাসান রাজু ।

✬প্রশ্ন: অভিষেক টেস্ট সেরা বলিং করেন কোন বাংলাদেশী?
উত্তর: সোহাগ গাজী ।

✬প্রশ্ন: বাংলাদেশ কততম টেস্ট প্লেয়িং দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে?
উত্তর: ১০ম ।

✬প্রশ্ন: বাংলাদেশ প্রথম কোন সালে অলিম্পক অংশগ্রহন করে?
উত্তর: ১৯৮৪সালে।

✬প্রশ্ন: বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারন করেছে?
উত্তর: ভৈরব।

✬প্রশ্ন: বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?
উত্তর: লসএঞ্জেলেস।

✬প্রশ্ন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?
উত্তর: ১৯৯৯সালে ।

✬প্রশ্ন: বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন?
উত্তর: ব্রজেন দাস ।

✬প্রশ্ন: বিশ্বকাপে ক্রিকেটে প্রথম কোন দলের বিরুদ্ধে বাংলাদেশ জয় লাভ করে?
উত্তর: স্কটল্যান্ড।

✬প্রশ্ন: ক্রিকেট বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায় ?
উত্তর: ২০০০ সালে ।

✬প্রশ্ন: বাংলাদেশ কবে প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ খেলে?
উত্তর: ১০ নভেম্বর,২০০০সালে।

✬প্রশ্ন: প্রতি বছর কোন তারিখে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়?
উত্তর: ১৪ ডিসেম্বর ।

✬প্রশ্ন: প্রতি বছর কোন তারিখে শহীদ দিবস পালিত হয়?
উত্তর: ২১ ফেব্রুয়ারী ।

✬প্রশ্ন: প্রতি বছর কোন তারিখে স্বাধীনতা দিবস পালিত হয়?
উত্তর: ২৬ মার্চ।

✬প্রশ্ন: কোন দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে উদযাপিত হয়?
উত্তর: ২১ নভেম্বর।

✬প্রশ্ন: কোন দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষনা করা হয়েছে?
উত্তর: ১ডিসেম্বর।

✬প্রশ্ন: প্রতি বছর কোন তারিখ জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়?
উত্তর: ১৫ই আগষ্ট ।

✬প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৭ মার্চ ১৯২০ খৃঃ

✬প্রশ্ন: বাংলাদেশের একমাত্র উপজাতীয় কালচারাল একাডেমী কোন জেলায় অবস্থিত?
উত্তর: নেত্রকোনা।

✬প্রশ্ন: বাংলাদেশের কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি?
উত্তর: চাকমা।

✬প্রশ্ন: ‘মারমা’ উপজাতিরা কোথায় বাস করে?
উত্তর: বান্দরবনের চিম্বুক পাহাড়ের পাদদেশে।

✬প্রশ্ন: আন্তর্জাতিক নারী দিবস কবে?
উত্তর: ৮ই মার্চ।

✬প্রশ্ন: খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?
উত্তর: পুঞ্জি।

✬প্রশ্ন: প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কী ?
উত্তর: বরিশাল।

✬প্রশ্ন: চাকমা গ্রামের প্রধান কে?
উত্তর: কার্বারী।

✬প্রশ্ন: চাকমা সমাজের প্রধান কে?
উত্তর: রাজা।

✬প্রশ্ন: ত্রিপুরা জাতি কোন বংশোদ্ভূত?
উত্তর: মঙ্গোলীয়।

✬প্রশ্ন: বাংলাদেশে সবচেয়ে বেশী বাস করে কোন উপজাতি?
উত্তর: চাকমা।

✬প্রশ্ন: হাজংদের অধিবাস কোথায়?
উত্তর: ময়মনসিংহ ও নেত্রকোনা ।

✬প্রশ্ন: বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের?
উত্তর: সিলেট।

✬প্রশ্ন: বহুস্বামী বিবাহভিত্তিক পরিবার কোন সমাজে দেখা যায়?
উত্তর: টোডা উপজাতি ।

✬প্রশ্ন: শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মানবেন্দ্র নারায়ণ লারমা ।

✬প্রশ্ন: ইসলামাবাদ কার পূর্ব নাম?
উত্তর: চট্টগ্রামের।

✬প্রশ্ন: কুমিল্লার পূর্ব নাম?
উত্তর: ত্রিপুরা।

✬প্রশ্ন: নোয়াখালি জেলার পূর্ব নাম কি?
উত্তর: সুধারাম।

(সংগৃহীত)
আরো জেনে রাখুন –সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী (ইতিহাস)

নিচে কলেজগুলোর তালিকা দেওয়া হলো:[১]

নং নাম প্রতিষ্ঠার তারিখ অবস্থান আয়তন
১ ফৌজদারহাট ক্যাডেট কলেজ এপ্রিল ২৮, ১৯৫৮ ফৌজদারহাট, সীতাকুণ্ড উপজেলা, চট্টগ্রাম জেলা ১৮৫ একর
২ ঝিনাইদহ ক্যাডেট কলেজ ১৯৬৩ ঝিনাইদহ শহর থেকে ২ কিমি উত্তরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে ১০১ একর
৩ মির্জাপুর ক্যাডেট কলেজ জানুয়ারি ৯, ১৯৬৫ টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা; ঢাকা-টাঙ্গাইল ট্রাঙ্ক রোডের পাশে ৯৫ একর

Call : 01769-090308

৪ রাজশাহী ক্যাডেট কলেজ ফেব্রুয়ারি ১১, ১৯৬৬ সারদা, চারঘাট উপজেলা। রাজশাহী শহর থেকে ৩০ কিমি দূরে, ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর-চারঘাট সড়ক দিয়ে যেতে হবে। পদ্মা নদীর তীরে মোক্তারপুর নামক স্থান। ১১০ একর
৫ বরিশাল ক্যাডেট কলেজ ১ জুলাই ১৯৮১ বরিশাল শহর থেকে ২০ কি.মি. দূরত্বে ঢাকা - বরিশাল মহাসড়কের পাশে।
ইউনিয়ন-রহমতপুর, উপজেলা-বাবুগঞ্জ, জেলা-বরিশাল

৬ পাবনা ক্যাডেট কলেজ আগস্ট ৭, ১৯৮১ জালালপুর, পাবনা সদর উপজেলা ৪৭ একর
৭ সিলেট ক্যাডেট কলেজ
৮ রংপুর ক্যাডেট কলেজ জুলাই ১, ১৯৭৯ রংপুর, আশরতপুর, রংপুর সদর উপজেলা ৩৭ একর
৯ 👩‍🎓 ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ
১০ কুমিল্লা ক্যাডেট কলেজ
১১👩‍🎓 ফেনী গার্লস ক্যাডেট কলেজ জুন ৭ ,২০০৬ পুরাতন বিমানবন্দর ফেনী পৌরসভা , ফেনী জেলা ৪৯.৫ একক
১২👩‍🎓 জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ






Welftion  Love Of Welfare

Welftion Love Of Welfare

Welftion Love Of Welfare 







Welftion Love Of Welfare

Welftion Love Of Welfare

Welftion Love Of Welfare

Welftion Love Of Welfare

Welftion Love Of Welfare

Welftion Love Of Welfare

Welftion Love Of Welfare

Welftion Love Of Welfare

Welftion Love Of Welfare

Welftion Love Of Welfare

Welftion Love Of Welfare

Welftion Love Of Welfare

Welftion Love Of Welfare

Welftion Love Of Welfare

Welftion Love Of Welfare

Welftion Love Of Welfare

Welftion Love Of Welfare









Welftion Love Of Welfare



Welftion Love Of Welfare


WELFTION  is
         Love Of Welfare.

🔍 #WELFTION / وعلفشن# / #ওয়েলফশন

কল্যাণময়/ শিক্ষনীয়/সত্য/ভালো/উপকারী/ কল্যাণমুলক বিষয়ে  আমাদের #Hashtag  #WELFTION #وعلفشن #ওয়েলফশন #হ্যাস_ট্যাগ গুলো ব্যাবহার করুন।
"আল্লাহ্ আমাদের ভালো করুন"
#কল্যাণঅনুরাগী #কল্যাণের_ভালোবাসা #কল্যান_প্রেম خير# مذكرة#

Welftion Love Of Welfare

Welftion info

Welftion Welfare

Welftion Human

ওয়েলফশন কল্যাণ

ওয়েলফশন মানব কল্যাণ সংঘ

" May Allah Bless Us"

Welftion org

welftion xyz

Welftion com

Welftion is Love Of Welfare.
Welfare + Association = Welftion
কল্যাণঅনুরাগী
Click Now : https://www.google.com/search?q=Welftion+info

Click :
https://www.google.com/search?q=Welftion+ওয়েলফশন+وعلفشن

Promote By,
🔍 ☮️#Al_Towfiqi_Family / #আল_তৌফিকী_পরিবার / عائلة_التوفيقي#
🌐 https://welftioninfoshareplus.blogspot.com/

একটা সাইট যেখানে শুধু মাত্র উপকারী ভালো বিষয় গুলোই থাকবে।

কল্যাণময়/ ভালো/উপকারী/ কল্যাণমুলক বিষয়ে  আমাদের #Hashtag #হ্যাস_ট্যাগ #WELFTION #وعلفشن #ওয়েলফশন  গুলো ব্যাবহার করুন।

আপনার যে কোনো পরিকল্পনা বা কথা আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট এর মাধ্যমে আপনার নাম ঠিকানা গোপন রেখে।
আপনার সৃজনশীলতা আপনার দক্ষতা শেয়ার করুন। বাংলা,ইংরেজি, বিজ্ঞান, গণিত, আরবি কবিতা, গল্প, উপন্যাস, ছন্দ, মেসেজ ধাঁধা কিংবা আপনারা যা ইচ্ছে। তবে তা যেন ক্ষতিকর কিছু না হয়। আমাদের নীতিমালা যেন লঙ্ঘন না হয় তা অবশ্যই খেয়াল রাখবেন।

অপেক্ষা না করে এখনি লিখে কমেন্ট করুন আপনার কথা।

WELFTION
LINKS:
W - https://wa.me/message/MNXLLDBZFXHVJ1
🛡️ https://wa.me/8801518383566
E - https://encyclopedia.fandom.com/bn/wiki/Welftion_Love_Of_Welfare / https://welftion-human-welfare-association.fandom.com/wiki/Special:MobileVisualEditor?page=Welftion_Human_Welfare_Association_Wiki&section=1

L - https://www.linkedin.com/showcase/welftion-human-welfare-association-welftion-office/

F -
https://www.facebook.com/groups/WELFTION/?ref=share_group_link

T - https://twitter.com/welftion
I - https://www.instagram.com/welftion/?hl=en
O - https://opensourceconnections.com/?s=Welftion
N - https://www.notion.so/0bd34c8c55d84983942970e6d30aed12?v=dc9c6306e99e459e8bca7efefd1f75a1

WELFTION

শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

Welftion Flag Flying

Welftion Flag Flying


Welftion Flag  flying

Welftion Flag


Welftion Flag  flying

Welftion Flag  flying

Welftion Flag  flying

Welftion



ওয়েলফশন মানবকল্যাণ সংঘ যা বিশ্বের কল্যাণকামী মানুষের সম্মিলিত সংগঠন। যার লক্ষ্য কল্যাণকামীদের একত্রিত করা,শিক্ষা অনুরাগী, কল্যাণ অনুরাগী, জ্ঞান অনুরাগী এবং কল্যাণের জন্য একতাবদ্ধ হতে আকাঙ্ক্ষীদের নিয়ে সততা ও ন্যায়নিষ্ঠার সাথে একতাবদ্ধ হয়ে মানবতার কল্যাণে কাজ করে, সুন্দর সমাজ গড়া। শিক্ষা সচেতনতার প্রচার করা। বিশ্বে শিক্ষা, সততা ও কল্যাণের প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো ওয়েলফশনের প্রধান লক্ষ । Welfare,Education,Lead,Friend,Truth,Indagator,Organization,Necessary WELFTION