আল-ফারুক | উমার ইবন আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনী
আল-ফারুক | উমার ইবন আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনী
অনেক শব্দ কিংবা অনেক মনের ভাব আছে যা এক ভাষায় সহজে প্রকাশ করা গেলেও অন্য ভাষায় যুতসই শব্দ খুঁজে পেতে কষ্ট হয়। ইংরেজিতে এমন একটা শব্দ হচ্ছে Watershed। একটা নিরামিষ বাংলা হতে পারে সন্ধিক্ষণ, কিংবা মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। ইসলামি ইতিহাসের অনেক Watershed moment এর সাথে ওতপ্রোতভাবে জড়িত যে মানুষটি, তিনি হলেন আল-ফারুক, উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ইতিহাসে গোপন দাওয়াত থেকে প্রকাশ্য দাওয়াতের শুরু চিহ্নিত করে আছে আমিরুল মুমিনীন উমারের ইসলাম কবুল। যার মতামতের সাথে দুইদুইবার ওয়াহীর আদেশ মিলে গেছে তিনি উমার। জেরুজালেম বিজয় যার হাত ধরে তিনি উমার। আজ জেরুজালেম শত্রুর হাতের মুঠোয়। প্রকাশ্যে দাওয়াত তো দূরের কথা গোপন দাওয়াতের অভিযোগেও মুসলিমদের উপর জেল জুলুম হত্যা হয় নির্বিচারে। যে উমারকে শয়তানও ভয় পেত আজ দুর্বল থেকে দুর্বলতর প্রতিপক্ষ ছড়ি ঘুরায় মুসলিমদের উপর। এই জিল্লত, এই অধঃপতন থেকে ঘুরে দাঁড়াতে আমাদের মূলমন্ত্র হওয়া উচিত উমারের সেই বাণী। "আমরা ছিলাম নিকৃষ্ট এক জাতি। আল্লাহ ইসলামের মাধ্যমে আমাদের সম্মানিত করেছেন। আমরা যদি ফের জাহিলিয়্যাতে সম্মান খুঁজতে যাই তো আল্লাহ আমাদের অপদস্থ করবেন।" জাহিলিয়্যাত ভুলে আবার ইসলামে ফিরতে আমাদের জানতে হবে উমারের আদর্শ, উপলব্ধি করতে হবে উমারের পরিবর্তন, বলীয়ান হতে হবে উমারের বীরত্বে, মাথা তুলে দাঁড়াতে হবে উমারের যুহদ, মনোবল আর আল্লাহ ও রাসূলের প্রতি ভালোবাসায়। উমারের জীবনের পরতে পরতে ছড়িয়ে আছে আমাদের জন্য অনুপ্রেরণা। আছে পথহারার জন্য ঘুরে দাঁড়াবার উদ্যম। আছে ভীরুর জন্য সাহসের সাথে ইসলামকে ধারণ করার বারুদ। আছে গাফেল আর অহংকারীর জন্য আল্লাহর দিকে বিনয়ের সাথে নুয়ে পড়ার দাওয়াই। রেইনড্রপস নিয়ে আসছে খলিফাতুল মুসলিমীন উমার ইবনুল খাত্তাবের জীবনীর অডিও সিরিজ আল-ফারুক্ব। শুনুন, শোনান, ধারণ করুন, যাপন করুন। উম্মতের আনাচে কানাচে বেরিয়ে আসুক হাজারো উমার। ------------------------------------ ------------------------------------ আজকে প্রকাশিত হচ্ছে আল ফারুক সিরিজের ১ম পর্ব। এ পর্বে আলোচনা করা হবে উমার ইবন আল-খাত্তাব (রাদিয়াল্লাহু আনহু) এর ব্যক্তিত্ব ও বংশপরিচয় নিয়ে। ডাউনলোড লিংক- অডিওম্যাক - https://tinyurl.com/yxpremt3হিয়ারদিস - https://tinyurl.com/y4kdxehkআর্কাইভ - https://tinyurl.com/y6z74rwq